Delhi's Air Pollution: বিষাক্তপুরী রাজধানী! ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লি, জারি একাধিক নিষেধাজ্ঞা
Sweta Chakra... | 12:46 PM, Fri Nov 15, 2024
West Bengal: বছর শেষে সুখবর! বাড়ল ‘কর্মবন্ধু’দের বেতন, এবার থেকে মাসে কত টাকা মিলবে? জানুন
Sweta Chakra... | 12:17 PM, Fri Nov 15, 2024
Guru Nanak Jayanti: দেশজুড়ে পালিত গুরুনানক জয়ন্তী, অমৃতসরে স্বর্ণ মন্দিরে প্রার্থনা শিখদের
Sweta Chakra... | 12:09 PM, Fri Nov 15, 2024
Ashoknagar Rail service disrupted: অশোকনগর স্টেশনে রেল অবরোধ, ব্যস্ত সময় ভোগান্তি যাত্রীদের
Sweta Chakra... | 11:45 AM, Fri Nov 15, 2024
Rupsha Chatterjee: গাঁটছড়া বাঁধার মাস ঘুরতে না ঘুরতেই আরও এক সুখবর দিলেন রূপসা
Sweta Chakra... | 11:31 AM, Fri Nov 15, 2024
Healthy Breakfast Menu: আজ থেকেই ব্রেকফাস্টে খান এই খাবারগুলি, দিনভর কাজে পাবেন ভরপুর এনার্জি
Sweta Chakra... | 10:38 AM, Fri Nov 15, 2024
PM Modi: গন্তব্য ৩টি দেশ, ১৬ নভেম্বর থেকে ৬ দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী
Sweta Chakra... | 10:18 AM, Fri Nov 15, 2024
Jyotipriya Mallick: গুরুতর অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ভর্তি হাসপাতালে
Sweta Chakra... | 09:52 AM, Fri Nov 15, 2024
Weather Update: দক্ষিণবঙ্গে অবশেষে পারদ-পতন, শীতের আমেজ অনুভূত গ্রাম বাংলায়
Sweta Chakra... | 09:36 AM, Fri Nov 15, 2024
Governors reports Chiefs Ministers: মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যপালের রিপোর্ট তলব, কটাক্ষ স্পিকারের
Sweta Chakra... | 18:12 PM, Thu Nov 14, 2024
Shantipur rash rituals: শান্তিপুরের ঐতিহাসিক রাস উৎসব: বড় গোস্বামী বাড়ি থেকে শুরু, এখনও রক্ষিত শতাব্দী প্রাচীন রীতি
Sweta Chakra... | 18:07 PM, Thu Nov 14, 2024
RG Kar Incident: সরলেন বিকাশরঞ্জন! আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের হয়ে লড়বেন বৃন্দা গ্রোভার
নিউজ ডেস্ক: আরজি করের (RG Kar Incident) মামলায় ফের আইনজীবী বদল। আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার, সুপ্রিম কোর্টে তিলোত্তমা কাণ্ডের পরবর্তী শুনানি। আর তার আগেই নির্যাতিতা চিকিৎসকের পরিবারের তরফ থেকে বদল করা হল আইনজীবী। এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বদলে এই মামলায় নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করবেন বৃন্দা গ্রোভার।
তিলোত্তমার পরিবার সূত্রে খবর, তাঁরা চাইছেন ওজনদার কোনও আইনজীবী তাঁদের মেয়ের সুবিচারের জন্য লড়ুক। চিকিৎসকদের পক্ষে যেমন ইন্দিরা জয়সিং জোরাল প্রশ্ন করছেন, তা দেখেই তিলোত্তমার পরিবারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন তিলোত্তমার বাবা-মা’র হয়ে লড়ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনিও বিনা পারিশ্রমিকেই নির্যাতিতার পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন। কিন্তু মামলা লড়তে ঘন ঘন দিল্লি যেতে কিছুটা অসুবিধা হচ্ছিল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের। তাই সব মিলিয়ে বিকল্প ভাবে নির্যাতিতার পরিবার। জানা গিয়েছে, আইনজীবী বৃন্দা এই মামলা লড়ার জন্য তিলোত্তমার মা-বাবার কাজ থেকে এক টাকাও পারিশ্রমিক নেবেন না।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে (RG Kar Incident) সুপ্রিম কোর্টের শুনানির আগে ১৫ সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকদের পক্ষের আইনজীবীও বদল হয়েছে। গীতা লুথরার বদলে মামলার নয়া আইনজীবী হিসেবে ইন্দিরা জয়সিং-কে নিয়োগ করা হয়। ১৭ সেপ্টেম্বরের শুনানিতে প্রথমবার অংশ নেন ইন্দিরা জয়সিং। তাঁর একের পর এক জোরাল প্রশ্নে কার্যত অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার পক্ষ। আর এরপর এবার আইনজীবী বদলের সিদ্ধান্ত নির্যাতিতার মা-বাবারও।
জানা গিয়েছে, আরজি করের (RG Kar Incident) ঘটনা নিয়ে আগে থেকেই ওয়াকিবহাল বৃন্দা। রাত দখল কর্মসুচির উদ্যোক্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানিতেই নিহত চিকিৎসকের পরিবারের হয়ে সওয়াল করতে দেখা যাবে বৃন্দা গ্রোভারকে।
প্রসঙ্গত, জানিয়ে রাখা ভালো, এই বৃন্দা গ্রোভার ২০২০ সালে দিল্লির নির্ভয়া কেসে আসামীর ফাঁসি পিছিয়ে দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন আইনের দোহাই দিয়ে। নিজের দীর্ঘ কর্মজীবনে একাধিক মানবাধিকার সংক্রান্ত এবং মহিলা-শিশুদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের মামলায় লড়েছেন তিনি। রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্যও ছিলেন তিনি। ১৯৮৭ সালের হাসিমপুরা পুলিশ হত্যা মামলা, ২০০৪ সালের ইসরাত জাহান মামলা, ২০০৮ সালে কাঁধামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলাতে লড়েছেন তিনি। পকসো বিলের সংশোধনীর খসড়া তৈরিতে তাঁর বিশেষ অবদান রয়েছে।
Sheikh Shahjahan: ইডির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ! চিঠি লিখে আদালতে জানাল শাহজাহান
নিউজ ডেস্ক: আরও একবার শিরোনামে শেখ শাহজাহান(sheikh shahjahan), এবার ইডির(ED) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে সোজা আদালতে চিঠি দিলেন সন্দেশখালির(sandeshkhali) ত্রাস শাহজাহান। ইডি হেফাজতে ‘জোর করে’ বয়ান লেখানো হয়েছে তাঁকে,এই মর্মেই অভিযোগ তুলে আদালতে আবেদন জানালেন শেখ শাহজাহান। তবে এ প্রসঙ্গে ইডি-র আইনজীবী আদালতে দাবি করেন, এই চিঠি শাহজাহানের লেখা নয়। তাঁর আর্জি, এই চিঠিকে কোনও ভাবেই আদালতের রেকর্ডে না রাখা হয়। এই চিঠি গৃহীত হলে এতদিন শাহজাহান যে বয়ান দিয়েছেন, তার গ্রহণযোগ্যতা আর থাকবে না।
প্রসঙ্গত, শনিবারই শেষ হয় শাহজাহানের ইডি হেফাজতের মেয়াদ। তাঁকে ব্যাঙ্কশাল আদালতে(bankshall court) তোলা হলে সওয়াল-জবাব চলাকালীনই তাঁর আইনজীবী প্রকাশ্যে আনেন শাহজাহানের লেখা ওই চিঠি। আদালত কক্ষেই পড়ে শোনান সেই চিঠি। চিঠির বয়ান শুনেই কার্যত শোরগোল শুরু হয়ে যায় আদালত কক্ষে।
শাহজাহানের লেখা চিঠিতে যা ছিল তা হল, “১/০৪/২৪ থেকে ১৩/৪/২৪ পর্যন্ত ইডি হেফাজতে থাকাকালীন আমাকে দিয়ে মিথ্যা বয়ান রেকর্ড করানো হয়েছে। হুমকি দেওয়া হয়েছে। বয়ান না দিলে আমি, আমার সহোদর এবং আত্মীয়দের মাদক মামলায়, জড়িয়ে দেওয়া হবে।”
এরপরেই চিঠির বয়ান নিয়ে ইডির আইনজীবী প্রশ্ন তোলেন। ওই কাগজে আদৌ শাহজাহানের(sheikh shahjahan) লেখা রয়েছে কি না। এই কাগজ চিঠি না আবেদন, তা নিয়েও সওয়াল করেন ইডির আইনজীবী। আবেদনের পদ্ধতি এবং বক্তব্যেরও বিরোধিতা করেন। শেষ পর্যন্ত আদালত জানিয়ে দেয় চিঠি গ্রহণ করা হলেও ইডি স্পেশাল কোর্টে আগামী ১৫ এপ্রিল সংশ্লিষ্ট বিষয়ে শুনানি হবে।
উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বলাগড়ের যুবনেতা কুন্তল ঘোষ এবং রেশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আঢ্যও একই অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে।