Tuesday, September 17, 2024

Logo
Loading...
upload upload upload

madhyam

NEET Paper Leak: অমিতই প্রশ্ন ফাঁসের মাস্টাইমাইন্ড, জেরায় স্বীকার করল অভিযুক্ত

নিউজ ডেস্ক: নিট পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে। পেপার লিকে(NEET Paper Leak) ঘটনায় মাস্টারমাইন্ড অমিত আনন্দকে জেরা করে এই তথ্য পেয়েছে পুলিশ। সূত্রের খবর পরীক্ষার একদিন আগেই লিক হয়ে গিয়েছিল প্রশ্নপত্র। অমিত আনন্দ প্রশ্নপত্র বিক্রির মাস্টারমাইন্ড। পুলিশের জেরায় সে আর জানিয়েছে একদিন আগে প্রশ্ন ফাঁসের উদ্দেশ্য ছিল যাতে ছাত্ররা প্রশ্নপত্র মুখস্ত করে নিতে পারে।

নিটের প্রশ্নপত্রের মূল্য ৩০ লক্ষ টাকা

প্রশ্নপত্রের বিনিময়ে ছাত্রদের লক্ষাধিক টাকা নেওয়া হত। বর্তমানে নিট কাণ্ডের জেরে দেশ জুড়ে চলছে প্রতিবাদ আন্দোলন। ইতিমধ্যেই এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। দাবি উঠছে যাতে ২০২৪-এর নিট পরীক্ষা নতুন করে নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ১৩ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন দানাপুর পৌরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার সিকন্দর। আর জানা গেছে শুধু প্রশ্নপত্রই নয় প্রশ্নপত্রের সঙ্গে উত্তরও ছাত্রদের পরীক্ষার আগের দিনই পৌঁছে দেওয়া হয়েছিল। ৩০ থেকে ৩২ লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হয়েছে।

সিকন্দর ও অমিতের যোগসূত্রে ফাঁস প্রশ্নপত্র  

পুলিশ জানিয়েছে ধৃতের ফ্ল্যাট থেকে নিটের প্রশ্নপত্র এবং উত্তরপত্র পুড়িয়ে ফেলা অংশ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই বিহারের রাজধানী পানার শাস্ত্রীনগর থানায় নিটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার রুজু হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে অমিত বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা। তবে পাটনার এইজি কলোনিতে ভাড়া থাকত। সে কীভাবে ছাত্রদের সঙ্গে দেখা করে অর্থসংগ্রহ করত সে বিষয়েও বিস্তারিত জানিয়েছে পুলিশের জেরায়।অমিত দানাপুর পৌরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার সিকন্দারের সঙ্গে পরীখার কয়েক দিন আগে ব্যক্তিগত কাজে দেখা করতে যায়সুযোগ বুঝে সিকন্দরকে টোপ দেয় সে। বলে যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র সে পরীক্ষার্থীদের পাইয়ে দিতে পারে সিকন্দর জানায়,তাঁর কাছে চার-পাঁচ জন ছাত্র রয়েছে যারা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছে।তাঁদেরকে পাশ করিয়ে দিতে হবে। টাকা নিয়ে সমস্যা হবে না। তবে কমিশন ঠিক টাইম মত দিতে হবে। এরপরে সিকন্দার তাঁকে চারজন পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। পরীক্ষার আগের দিন পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করে তাঁদের প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়। বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে ৩০ থেকে ৩২ লক্ষ টাকা নেওয়া হয়। এর পর অমিত সিকন্দরকে তাঁর কমিশন বুঝিয়ে দেয়।

 

Pankaj Kumar Biswas | 19:30 PM, Thu Jun 20, 2024

International Yoga Day 2024: যোগ দিবসে ডাল লেকে থাকবেন মোদি

নিউজ ডেস্ক: যোগব্যায়াম (Yoga) সারা দুনিয়া বিনা ওষুধে মানসিক ও শারীরিক সমস্যা দূর করতে ব্যবহার করে। এর শিকড় হাজার বছর পুরোনো। ভারতে উদ্ভূত যোগ ব্যায়াম একটি শারীরিক এবং মানসিক স্বাস্থ্য-বর্ধক কার্যকলাপ। সারা বিশ্ব ২০২৪ সালে (International Yoga Day 2024) আন্তর্জাতিক যোগ দিবসের দশম বার্ষিকী উদযাপন করতে চলেছে। ফলে এটি একটি বিশেষ উপলক্ষ। এর মূল বিষয় হল যোগব্যায়ামকে একটি আন্দোলন হিসাবে প্রচার করা যা একজনের স্থিতিস্থাপকতাকে উন্নত করে এবং সমাজের প্রতিটি একক ব্যক্তির জন্য মঙ্গল প্রচার করে।

যোগ দিবসে নরেন্দ্র মোদি থাকবেন জম্মু ও কাশ্মীরে

২১জুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের তীরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করবেন। মনোরম বুলেভার্ড রোডের পাশে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (SKICC) নির্ধারিত ইভেন্টে ৩ থেকে ৪ হাজার জনেরও বেশি লোক উপস্থিত হবে বলে আশা করা হচ্ছে। যোগ ২০২৪ (International Yoga Day 2024) এর থিম হল 'নিজের এবং সমাজের জন্য যোগ'। যোগব্যায়াম স্বাস্থ্য এবং সুস্থতার জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রদান করে যা আমাদের ব্যস্ত জীবনে ভারসাম্য পুনরুদ্ধার করতে সহায়তা করে। এই বিশেষ দিনে, আমরা এর রূপান্তরকারী শক্তি উদযাপন করি। যোগব্যায়াম শুধু ব্যায়াম নয়।  যোগ মনকে সুস্থ রাখে। এটি শরীর এবং মনের ক্ষমতায়নের পদ্ধতি। আজকের দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই উচিত অনুশীলনে মধ্যে যোগব্যায়ামকে নিয়ে আসা। প্রথম আন্তর্জাতিক যোগ দিবস ২১ জুন, ২০১৫ সালে পালিত হয়েছিল।এই দিনটি উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন এবং এটি আলো এবং স্বাস্থ্যের প্রতীক

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে হবে অনুষ্ঠান

প্রতি বছর আয়ুষ মন্ত্রক নয়াদিল্লির রাজপথে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী মোদী ছাড়াও বিশ্বব্যাপী লোকেদের (International Yoga Day 2024) যোগব্যায়াম করতে দেখা যায়সরকারী প্রেস রিলিজ অনুসারে, সারা বিশ্ব থেকে মোট ২৩.৪ কোটি মানুষ ২০২৩ সালে (IDY) ইভেন্টে অংশ নিয়েছিল। যোগ সেশনে ৮৪ টি দেশ এক জায়গায় অংশগ্রহণ করেছিল এবং প্রতি বছর অংশগ্রহণকারীদের ক্রমবর্ধমান সংখ্যা দেখা যায়।

 

 

 

Sweta Chakrabory | 19:22 PM, Thu Jun 20, 2024

Darjeeling Road Closed: কালিম্পঙে রাস্তায় ধস, ফুঁসছে তিস্তা,আবওহাওয়া উন্নতি কবে উত্তরবঙ্গে, জেনে নিন…

নিউজ ডেস্ক: দার্জিলিঙে প্রবল বৃষ্টিতেফুঁসছে তিস্তা নদী পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে তিস্তা নদীর দুই পাড়ে একাধিক রাস্তা ইতিমধ্যেই বন্ধ (Darjeeling Road Closed) হয়ে গেছে দার্জিলিং কালিম্পং সড়ক ফলে যারা কালিম্পং বেড়াতে গিয়েছেন তাঁরা ফিরে আসার সময় সমস্যায় পড়তে পারেনপর্যটকদের সাবধান করা হচ্ছে যাতে কোনভাবেই ঝুঁকি না নিয়ে তাঁরা ফিরে আসার চেষ্টা করেন বিশেষ করে তিস্তা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে কালিম্পং জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলা দপ্তর গোটা পরিস্থিতির উপর নজর রাখছে

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই

আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে উত্তরবঙ্গে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এই মুহূর্তে কোন সম্ভাবনা নেই অসম, মেঘালয়, সিকিম ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্যাটেলাইটে যে ছবি ধরা পড়েছে তাতে ধারণা করা হচ্ছে উত্তরে জেলাগুলিতে অন্তত ৪ থেকে ৫ দিন আর বৃষ্টি হবে। ফলে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির পরে উত্তরবঙ্গের আরওএকাধিক নদীর জলস্তর বেড়ে যেতে পারে।

নতুন করে ধসের আশঙ্কা (Darjeeling Road Closed)

স্থানীয় সূত্রে খবর দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ১০ নম্বর জাতীয় সড়ক খুলে দেওয়া হয় তবে খুব ধীরগতিতে যানবাহন চলছে অত্যন্ত সাবধানে যাতায়াত করার জন্য বলা হয়েছে কারণ একাধিক জায়গায় মূল রাস্তার উপর জল উঠে গিয়েছে এর জেরে যে কোন মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে বহু জায়গায় নতুন করে (Darjeeling Road Closed) ধস নেমেছে। রবিঝোরা এবং লিকুভির এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ধসপ্রবণ এলাকায় ইতিমধ্যেই সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে।

বাড়ছে জলস্তর

প্রশাসন সূত্রে খবর, সিকিম দার্জিলিং এবং কালিম্পং-এ প্রবল বৃষ্টির জেরে যাতায়াতে (Darjeeling Road Closed) সমস্যা তৈরি হয়েছে পাহাড়ে ধস নামছে দুকুল ছাপিয়ে বইছে তিস্তা নদীর জল দার্জিলিং কালিম্পং সড়কের উপর দিয়ে জল বয়ে চলেছে ক্রমাগত ফলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর আগে বালুখোলা এবং লিকুভিরে ধস নেমেছিল সে কারণেই ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখতে হয় ফলে পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ হয়ে ওঠে। সিকিম, ভুটান এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি জেরে নদীগুলিতে জলস্তর আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে

 

Pankaj Kumar Biswas | 19:08 PM, Thu Jun 20, 2024

শিক্ষকদের ভুল! এক ঘন্টা পরীক্ষা দিতে পারল না ৫০ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা: মগরাহাট কুলদিয়া স্কুলের শিক্ষকদের দায়িত্বহীনতার ও ভুলের জন্য ৫০ জন ছাত্রছাত্রী এক ঘন্টা পরীক্ষা দিতে পারল না। এমনই অভিযোগ অভিভাবক অভিভাবিকা থেকে ছাত্রছাত্রীদের। স্কুলের শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ ছাত্রছাত্রীদের ও অভিভাবক অভিভাবকদের। কুলদিয়া স্কুলে পরিস্থিতি সামাল দিতে আসেন মগরাহাট থানার পুলিশ। অভিযোগ আজ ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। এডমিডে ছিল না পরীক্ষার সেন্টারের নাম। মগরাহাট কুলদিয়া স্কুলের শিক্ষকেরা জানিয়েছিলেন তাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের সেন্টার পড়েছে ঝিংকি কাটাখালি হাই স্কুলে। রীতিমতো মানসিক প্রস্তুতি নিয়ে স্কুলের সামনে ন'টায় হাজির হয় ছাত্রছাত্রীরা। এবার স্কুলের মধ্যে প্রবেশ করে দেওয়ালে মারা ছাত্রছাত্রীদের রোল নাম্বার অনুযায়ী রুম নাম্বার খুঁজতে গিয়ে পরে বিরাম্বনায়। তাদের রোল নাম্বার না থাকায় ঝিংকি কাটাখালি হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করেন ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকীকারা। তারা পরিষ্কার জানিয়ে দেন কুলদীয়া হাইস্কুলের সেন্টার এই স্কুলে নেই। তখন  ভেঙে পড়েই স্কুলের 50 জন ছাত্র ছাত্রী ও অভিভাবক অভিভাবিকারা। পরে ছাত্র-ছাত্রীরা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করলে কেউ তাদের ফোন তোলেনি। কিংবা কল ব্যাক করেননি।  বহু পরে ঝিংকি কাটাখালি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় জানা যায় ওই স্কুল থেকে প্রায় নয় থেকে দশ কিলোমিটার দূর মহেশপুর হাই স্কুলে তাদের সেন্টার পড়তে পারে। তখন ওই ৫০ জন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক অভিভাবিকারা দিকভ্রান্তর মতোন এদিক-ওদিক ছোটা ছুটি শুরু করে দেন। আশেপাশে টোটো অটো গাড়ি ভাড়া করতে শুরু করেন। এরপর অতি কষ্টে যখন তারা মহেশপুর স্কুলের সেন্টারে পৌঁছালো, তখন বাজে এগারোটা। অর্থাৎ ঘন্টা পরীক্ষা হয়ে যাওয়ার পর। সেন্টার কর্তৃপক্ষের কাছে অনেক অনুনয়-বিনয় করে তাদেরকে হলে ঢোকানোর ব্যবস্থা করলেও পরীক্ষা দিতে পারল না এক ঘন্টা। এর পরে বাকি দু ঘন্টা পরীক্ষা দিয়ে ফিরে এসে কুলদিয়া হাই স্কুল অর্থাৎ নিজেদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবী কারা। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে সামাল দিতে আসেন মগরাহাট থানার পুলিশ। এখনো সেখানে উত্তপ্ত পরিবেশ। ছাত্র-ছাত্রীদের দাবি পুনরায় তাদেরকে ৩ ঘন্টা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন।

Editor | 17:52 PM, Fri Feb 16, 2024

Siliguri News: জঙ্গল ঘেঁষা এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ বনদফতরের

নিউজ ডেস্ক: শুক্রবার থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। সমতলের পাশাপাশি উত্তরেও জঙ্গল ঘেঁষা এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সরকারি বাস পরিষেবা চালু উত্তরবঙ্গে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো হল।

শুক্রবার বাগডোগরা বনদফতরের উদ্যোগে টিপুখোলা তিরহানা এম‌এম তরাই অর্ড সহ জঙ্গল ঘেরা এলাকায় সরকারি বাসের মাধ্যমে শিক্ষার্থীদের আনা হয়। ৫টি গাড়ি দিয়ে পরীক্ষার্থীদের পৌঁছানো হয় পরীক্ষাকেন্দ্রে।‌ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সবরকম সহযোগিতা করার বার্তা দিয়ে রেঞ্জার জানান সকালে হাতি বেরিয়েছিল। হাতির দিকে বিশেষ নজরদারি রয়েছে‌। উল্লেখ্য এই মুহূর্তে বাগডোগরা জঙ্গলের  বর্তমানে ১২টি হাতি রয়েছে।

 সরকারি বাসে করে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার বনদফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থীদের অভিভাবকরা। পরীক্ষার্থীরাও এই ব্যবস্থায় বেজায় খুশি। তারা জানায় জঙ্গল ঘেঁষা এলাকায় হাতি বের হয়। তাই তাদের সব সময় ভয়ের মধ্যে চলাচল করতে হয়। তবে সরকারি বাসের এই পরিষেবায় একদিকে যেমন তাদের ভয়ের আশঙ্কা কেটে গেল অন্যদিকে এইসব এলাকায় গাড়ি পাওয়া একটু মুশকিল তাই সরকারি বাস পাওয়ায় তারা উপকৃত হল।

প্রসঙ্গত, পরীক্ষার্থীদের সব রকমের সহায়তা করতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা টেবিল পেতে বসে ছিলেন পরীক্ষা কেন্দ্রের বাইরে। এমনি এক দৃশ‍্য ধরা পরে তরাই তারাপদ আর্দশ বিদ‍্যালয় চত্বরে। এই স্কুলে লালবাহাদুর শাস্ত্রী,শক্তিগড় গালর্স স্কুল, ও রেল কলোনি উচ্চ বিদ‍্যালয়ের প্রায় ২৫৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছেন। ৩০ নম্বর যুব তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ শংকর ঘোষের নেতৃত্বে ও মহিলা সেচ্ছা সেবী সংগঠনের নেতৃত্বে টেবিল পেতে চকলেট জল গোলাপ ফুল ও কলম দিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানান।

Editor | 11:54 AM, Fri Feb 16, 2024

HS Exam 2024: আঁটসাট নিরাপত্তার মধ্যেই শুরু উচ্চমাধ্যমিক, প্রশ্ন ফাঁস ঠেকাতে আরও কড়া শিক্ষা সংসদ

নিউজ ডেস্ক : শুরু হয়ে গেল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে সংসদে। নির্বিঘ্নে পরীক্ষা মেটাতে একাধিক উদ্যোগ নিয়েছে সাধারণ প্রশাসন থেকে পুলিশ। মাধ্যমিক পরীক্ষার মত উচ্চমাধ্যমিক পরীক্ষাও সুষ্ঠুভাবে পরিচালনা করতে তৎপর প্রসাশন। তাই আগেভাগেই পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাট করা হয়েছে। পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় তার জন্য পর্যাপ্ত পরিমানে বাস রাস্তায় রয়েছে। যানজট কমাতে রাস্তা জুড়ে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর:০৩৩ ২৩৩৭ ০৭৯২। এই নম্বরে যে কেউ ফোন করে তাদের সমস্যা বলতে পারেন।  উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু সকাল পৌঁনে ১০টা থেকে। বেলা ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১.৩ লাখের মতো বেশি। মোট ২ হাজার ৩৪১টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলবে। সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষাকেন্দ্রে আসতে পারবে পরিক্ষার্থীরা। আগামী ২৯ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হবে। প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার আরও কড়া হচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও পরীক্ষাকেন্দ্রগুলিতে সিসি ক্যামেরা আবশ্যিক করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ নির্দেশ দিয়েছে, প্রত্যেকটি কেন্দ্রে দুটি সিসি ক্যামেরা বসাতে হবে। একটি পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে দরজায়। অপরটি পরীক্ষাকেন্দ্রের যেখানে প্রশ্নপত্র জমা থাকে সেই ঘরে। পাশাপাশি উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে থাকছে বিশেষ সিরিয়াল নম্বর। যা কিউআর কোড বা বারকোডের মতোই সুরক্ষা দেবে। তবে উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে শৌচালয়ের বাইরে, শ্রেণিকক্ষে এবং স্কুল বারান্দায় সিসি ক্যামেরা লাগালে নজরদারি জোরদার হতো। এমনটাই মনে করছেন অনেকে। এছাড়াও বাড়তি নজরদারির জন্য প্রতিটি রুমে কমপক্ষে দুজন ইনভিজিলেটর থাকবেন। পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে ইনভিজিলেটরের সংখ্যা বাড়ানো হবে। প্রসঙ্গত, সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এবার রাজ্যজুড়ে ১৭৬টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর এবং রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর থাকছে। পরীক্ষার্থীরা মোবাইল ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে এসেছেন কিনা, তা খতিয়ে দেখা হবে। পরীক্ষাকেন্দ্রের মধ্যে যদি কারও থেকে ফোন পাওয়া যায়, তাহলে তাঁকে আর সেদিনের পরীক্ষা দিতে দেওয়া হবে না। কেউ যদি ভুল করে মোবাইল নিয়ে চলে আসেন, তাহলে তাঁকে পরীক্ষা শুরুর আগে ভেনু সুপারভাইজারের কাছে তা জমা দিতে হবে।

Editor | 11:24 AM, Fri Feb 16, 2024

Madhyamik Exam 2024: সঙ্গে নেই অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ 

নিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ছাত্র দেখে অ্যাডমিট কার্ড নেই তার কাছে। বাড়িতে ভুলে যাওয়া অ্যাডমিট কার্ড পুলিশের তৎপরতায় নিয়ে এসে পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। জানা গেছে এদিন অংক পরীক্ষা ছিল ওই পরীক্ষার্থীর। পরীক্ষার্থীর নাম অরবিন সিংহ। ইসলামপুর হাই স্কুলের ছাত্রসে। তার পরীক্ষার সেন্টার পড়েছে চোপড়াঝার আদর্শ বালিকা বিদ্যালয়ে।

জানা গেছে এদিন বাড়ি থেকে বেরিয়ে পরীক্ষা সেন্টারে যাওয়ার সময় সে দেখে তার অ্যাডমিট কার্ড নেই। কার্ড আনতে ভুলে গেছে সে। এরপর ইসলামপুর বাস টার্মিনাসে ট্রাফিক পুলিশের হেল্প ডেস্কে যোগাযোগ করে সে। পুলিশ সাহায্যের জন্য এগিয়ে আসে। তাকে বাইকে বসিয়ে বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেয় এক পুলিশ কর্মী। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ইসলামপুর বাস টার্মিনাসে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে হেল্প ডেস্ক বানানো হয়েছে এবং দুজন ট্রাফিক পুলিশ সেখানে উপস্থিত থাকেন। যদি কোন পরীক্ষার্থীর অসুবিধা হয়। দ্রুত সমাধান করার চেষ্টা করবে ট্রাফিক পুলিশ।

Editor | 13:22 PM, Thu Feb 08, 2024

Madhyamik Question Paper Leak: বাংলার পর এবার ইংরেজি-ফাঁস মাধ্যমিকের প্রশ্ন,পরীক্ষা বাতিল ৬ পরীক্ষার্থীর

নিউজ ডেস্ক: মাধ্যমিকের প্রথম দিনের পর দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষাতেও ফের প্রশ্নফাঁস।শুক্রবার বাংলা পরীক্ষা শেষ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল। শনিবারও দেখা গেল সেই একই ছবি। আর এবারও ঘটনাস্থল মালদহ জেলার একটি স্কুল।

শনিবার ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। পরীক্ষা চলাকালীনই সোশ্যাল মিডিয়ায় ইংরেজির প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ে। পর্ষদ সূত্রের খবর, ধরা পড়ার হাত থেকে বাঁচতে এদিন মালদহের এনায়েতপুর হাই স্কুল অভিযুক্ত পরক্ষার্থীরা কিউ আর কোড পেনের কালি  দিয়ে কেটে দিয়েছিল। যদিও তার পরও ধরা পরে যায় ছয় পড়ুয়া।এদের মধ্যে চারজন ছাত্র, দুইজন ছাত্রী।  পরীক্ষার্থীরা কিউআর কোডের উপর যে লাল কালি দিয়েছিল তা মুছেই পর্ষদ তাদের চিহ্নিত করেছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবছর প্রশ্ন ফাঁস রুখতে কিউআর কোড (QR Code) বসানো হয়েছিল প্রশ্নপত্রে। কিন্তু তা সত্ত্বেও প্রথম দিনই বাংলার প্রশ্নপত্র ফাঁস হয় মালদহের একটি স্কুল থেকে। যে দুই ছাত্র এই ঘটনায় জড়িত, তাদের গ্রেপ্তার করে পরীক্ষা বাতিল করা হয়েছিল পর্ষদের তরফে।  এত বড় ঘটনার পরেও দ্বিতীয় দিনও অর্থাৎ ইংরাজি পরীক্ষার দিনও একই ঘটনা ঘটে গেল। পর পর দুই দিন এই ঘটনায় ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

Editor | 18:20 PM, Sat Feb 03, 2024

Madhyamik Exam 2004: টাকার বিনিময়ে মিলবে উচ্চ মাধ্যমিকের এডমিট,স্কুলের সামনে বিক্ষোভ ছাত্রদের

নিউজ ডেস্ক: টাকা দিলে তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড, দিন কয়েক আগে স্কুলের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছিল মালদহের মানিকচক শিক্ষানিকেতন হাই স্কুলের ছাত্ররা। এ বিষয়ে বিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করলে পরিবর্তে ফোনে মিলছে হুমকি। এমনই অভিযোগ এনে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ছাত্ররা। মানিকচক থানা এলাকার নামজাদা বিদ্যালয় গুলির মধ্যে এটি একটি বিদ্যালয়। ছাত্রদের অভিযোগ বিদ্যালয়ে ২২০ টাকা দিলে তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড। তবে কেন দিতে হবে এই টাকা সেই উত্তর কারোর জানা নেই। বিদ্যালয়ের অভিভাবকদের একাংশের অভিযোগ টাকা ছাড়া কোন কথাই বলে না বিদ্যালয় কর্তৃপক্ষ। হাজার হাজার টাকা বিনিময়ে বকলমে চলছে ভর্তি। জানা যায় বিদ্যালয় ক্যাম্পাস থেকে ২০ টাকার খাতা রীতিমত ১২০ টাকায় বিক্রি করছে স্কুল কতৃপক্ষ।এ বিষয়ে কিছু জানতে চাইলে কোন কথাই বলতে চান না বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত বিদ্যালয়ের টিআইসি সুব্রত প্রামানিক জানান, ছাত্ররা যা অভিযোগ আনছে সবই ভিত্তিহীন। বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার সময় যে অর্থ নেওয়া হয় সেটি দুটি কিস্তিতে আমাদের বিদ্যালয় নিয়ে থাকে। ছাত্রদের দ্বিতীয় কিস্তি বকেয়া ২২০ টাকায় নেওয়া হচ্ছে। তবে এ বছর বিদ্যালয়ে থেকে ১৬৬ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা ইতিমধ্যে সকলেই অ্যাডমিট কার্ড পেয়ে গেছে। যেসব ছাত্ররা বিষয়টি নিয়ে অভিযোগ করছে তাদের সাথে আমরা খুব শীঘ্রই বসে বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেব। অভিভাবকদের অভিযোগের কোন অর্থ নেই। বিদ্যালয় ক্যাম্পাসে কোনোভাবেই কোন টাকা পয়সা নিয়ে ভর্তি হয় না। শুধুমাত্র কিছু মানুষ বিদ্যালয়কে কলঙ্কিত করার জন্য হয়তো এই বদনাম ছড়াচ্ছে। বিদ্যালয়ের টিআইসির এই বক্তব্যে এটা স্পষ্ট যে স্কুল কতৃপক্ষ কোনোভাবেই ছাত্র বা অভিভাবকদের আনা অভিযোগকে স্বীকার করছেনা। বরং স্কুলকে সঠিক প্রমাণ করতে একের পর এক যুক্তি তুলে ধরছে।

Editor | 17:57 PM, Sat Feb 03, 2024

Madhyamik Exam 2nd Day: মাধ্যমিকের আপডেট! কী হল দিনভর? 

সিউড়ি:

সিউড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীরা পথ অবরোধের জেরে দৌড়তে দেখা গেল। অনেকটা দৌড়ে অবরোধমুক্ত এলাকায় পৌঁছে তাঁরা টোটো অটো ধরে পৌঁছলেন পরীক্ষাকেন্দ্রে। মাধ্যমিকের সময় বিরোধীদের রাজনৈতিক কর্মসূচীতে সরকার বাধা দিলেও অবরোধ কেন প্রশ্ন আমজনতার।


বেলগাছিয়া:

শুক্রবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরুর প্রথম দিনেই বিপত্তি। জীবনের প্রথম বড় পরীক্ষার চাপ না নিতে পেরে অসুস্থ হয়ে যায় বেলগাছিয়ার উর্দু হাইস্কুলের এক ছাত্রী। অসুস্থ হওয়ায় চেয়েও পাওয়া যায়নি লেখক (writer)। সাবা সেলিম নামে ওই ছাত্রীর সিট পড়েছিল উল্টোডাঙা (ultodanga) সারদা প্রসাদ গার্লস স্কুলে। শুক্রবার পরীক্ষা হলে পৌঁছানোর কিছু পরেই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। পরীক্ষা কেন্দ্রে থাকা কলকাতা পুরসভা হাসপাতালের চিকিৎসক প্রাথমিক ভাবে সাবার শারীরিক অবস্থার পরীক্ষা করেন। এরপর স্থানীয় কাউন্সিলর অনিন্দ্য রাউতের উদ্যোগে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে। জানা গেছে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও লেখার ক্ষমতা তার ছিলনা। ছাত্রীর হয়ে তার ভাষা উর্দুতে উত্তর লিখে দেবার জন্য মেলেনি রাইটার।



জলপাইগুড়ি:

শনিবার মাধ্যমিকের দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা। এরই মধ্যে একটু ছন্দপতন বেলাকোবা স্টেশন-সংলগ্ন এলাকায়। জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা স্টেশন-সংলগ্ন বেলাকোবা বাজারে রেলগেট বন্ধ থাকায় সাময়িক ভাবে যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে পরীক্ষার্থীরা। তবে পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে জলপাইগুড়ির স্থানীয় পুলিশ।পরীক্ষার্থীদের বেলাকোবা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সিট পরেছিল। পরীক্ষার্থীরা আটকে গেলে তাদের বেশ কয়েকজনকে নিজেদের গাড়িতে করে সেন্টারে পৌঁছে দেয় পুলিশ।


বোলপুর:

বাবার শ্রাদ্ধে কাজ সম্পন্ন করে মাধ্যমিক পরীক্ষায় বসল ছেলে। শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকল বোলপুর শহরের ত্রিশূলাপট্টি এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বোলপুর নিচুপট্টি নীরদবরণী বিদ্যালয়ের ছাত্র রূপঙ্কর।তার পরীক্ষাকেন্দ্র বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়। জানা যায় বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ওই এলাকার বাসিন্দা প্রদীপ দাস। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তাঁর সংসার। বড় ছেলে রূপঙ্কর এ বারের মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বছর আটচল্লিশের প্রদীপের। পরিবারে নেমে আসে বিপর্যয়। পরীক্ষার ঠিক আগে বাবাকে হারিয়ে সর্বহারা হয়ে পড়ে রূপঙ্কর। তবে,এরপরেও দমে যায়নি রূপঙ্কর। পিতৃশোক সামলে মা এবং পরিজনেদের বোঝানোর পরে রূপঙ্কর সিদ্ধান্ত নেয়, সে পরীক্ষা দেবে। বাবার ইচ্ছার মান রাখতে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর এই সিদ্ধান্তকে বাহবা জানিয়েছেন তার স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে স্থানীয়েরা।


Editor | 11:34 AM, Sat Feb 03, 2024

Madhyamik Question Paper leak:মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস, অভিযুক্তদের শনাক্ত করে রেজিস্ট্রেশন বাতিল পর্ষদের 

নিউজ ডেস্ক: পরীক্ষা শুরুর প্রথম দিনেই প্রশ্নপত্র ভাইরাল হওয়ার অভিযোগ। এবছর প্রশ্নপত্র ফাঁস রুখতে নিরাপত্তা নিয়ে বড়সড় পদক্ষেপ নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্ন ফাঁস রুখতে প্রশ্নপত্রের উপরেই কোডের ব্যবহার করা হয়েছে। প্রশ্নপত্রে কিউআর কোড বসানোর পদ্ধতি এ বছর প্রথম চালু করা হয়েছে।যে কোডের মাধ্যমে পরীক্ষার্থীদের চিহ্নিত করা যাবে কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। প্রশ্নপত্রের প্রত্যেকটি পাতায় এই কোডের ব্যবহার করেছে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু এত কড়া নিরাপত্তার ঘেরাটোপ থাকা সত্বেও পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রশ্নের ছবি তুলে সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছে দুই মাধ্যমিক পরীক্ষার্থী। পরে অবশ্য প্রশ্নপত্রের বার কোড দেখে দুই দোষীকে ধরে ফেলে মধ্যশিক্ষা পর্ষদ।


জানা যায় পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই কারও কারও মোবাইলে হোয়াটস অ্যাপের মাধ্যমে মেসেজে ভেসে ওঠে মাধ্যমিকের প্রথম ভাষার প্রশ্নপত্র।এরপর ছাত্রছাত্রীরা বাইরে বেরিয়ে পরীক্ষার হলে পাওয়া প্রশ্নপত্র ওই ভাইরাল হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখলে বিষয়টি সামনে আসে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে কোড ব্যবহার করা হয়েছিল তা যাচাই করে বোঝা যায় ওই প্রশ্ন পত্র মালদহের দুই পরীক্ষার্থীর ছিল। তড়িঘড়ি পর্ষদ তদন্ত নামে। পরীক্ষার্থী দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতার ভিত্তিতে ইতিমধ্যেই দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এর পাশাপাশি ওই দুই পরীক্ষার্থীর মাধ্যমিকের রেজিস্ট্রেশনও বাতিল করা হয়েছে।

সূত্রের খবর, মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্র ওই দুই পরীক্ষার্থী ঢুকে পড়েছিল। কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে শাস্তির খাঁড়া নেমে আসতে পারে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

Editor | 17:37 PM, Fri Feb 02, 2024

Madhyamik Exam Syllabus Change: সিলেবাস বিভ্রাটের জেরে বিক্ষোভ আলিপুরদুয়ারের স্কুলে

নিউজ ডেস্ক: শুক্রবার থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এরই মধ্যে আলিপুরদুয়ার শহরের ম্যাকউইলিয়াম হাইস্কুলে সিলেবাস বিভ্রাটের জেরে মাধ্যমিক পরীক্ষার আগের দিন বৃহস্পতিবার ছাত্র ও অভিভাবকরা বিক্ষোভ করে স্কুল চত্বরে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ডাকতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুলের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিনের এই ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে এবারই শহরের নাম করা বিদ্যালয় ম্যাকউইলিয়াম হাইস্কুল থেকে প্রথম বারের জন্য ইংরাজি মাধ্যমে চার ছাত্র মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। কিন্তু তাদের সিলেবাস নিয়ে বিভ্রাট তৈরি হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ঋষিরাজ দে জানায় , “আমরা টেস্ট পরীক্ষার সময় বুঝতে পারি যে আমাদের ইংরেজির বদলে বাংলা মাধ্যমের ছাত্র হিসেবে রেজিস্ট্রেশন করানো হয়েছে। তার পর স্কুল কর্তৃপক্ষকে বলে রেজিস্ট্রেশন বদলের আবেদন জানানো হয়েছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এখন আমাদের বাংলাতেই পরীক্ষা দিতে বলছে। এই অবস্থায় পরীক্ষার আগের দিন আমাদের মন ভেঙ্গে গেল। বুঝতে পারছি না কিভাবে পরীক্ষা দেব। তাহলে কী আমরা আর ইংরাজি মাধ্যমের ছাত্র থাকলাম? আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। স্কুলে বলতে গেলে আমাদের অভিভাবকদের সাথে বাজে ব্যবহার করেছেন স্কুল শিক্ষকরা।”

এর পরিপ্রেক্ষিতে স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু বিশ্বাস বলেন, “ এই বছর প্রথম আমাদের বিদ্যালয় থেকে চার ছাত্র ইংরাজি মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। ফলে কিছু সমস্যা হয়েছে। কিন্তু আমরা তার সমাধান করে ফেলেছি। এই চার ছাত্র ইংরাজি ভাষায় পরীক্ষা দিতে পারবে। তবে এই ঘটনায় বহিরাগতদের ডেকে এনে স্কুলে হই হট্টগোল করা ঠিক হয় নি।“


Editor | 13:44 PM, Fri Feb 02, 2024

Madhyamik Exam 2024: নির্বিঘ্নে শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের জন্য চালু বিশেষ হেল্পলাইন-চলছে চলছে নির্বিঘ্নে বাস ও মেট্রো 

নিউজ ডেস্ক: শুক্রবার সকাল থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। পরীক্ষা শুরু হওয়ার আগে ভোরে রাজ্য (West Bengal) জুড়ে পরীক্ষার্থীদের সহায়তায় বাস (Bus) ও মেট্রো (Metro) পরিষেবা চালু হল। এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। অন্যান্য বারের চেয়ে পরীক্ষার সময় এ বার অনেকটা এগিয়ে আনা হয়েছে। সেই কারণে বাস পরিষেবাও ভোরবেলা থেকে শুরু হয়ে যায়। ছাত্রছাত্রীদের সুবিধার্থে অন্যান্য দিনের চেয়ে পরিমাণে অনেক বেশি বাস নামবে রাস্তায়। কলকাতা শহরের পাশাপাশি জেলায় জেলায় ছবিটা একই রকম। শহর ও শহরতলীতে অন্যান্য দিন নির্দিষ্ট বাসস্ট্যান্ড থেকে ১০ মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে। তবে শুক্রবার সকাল থেকে বাস চলেছে স্বল্প সময়ের ব্যবধানে। সরকারি এবং বেসরকারি বাস পরিষেবায় কোনও ভাড়া নেওয়া হচ্ছে না মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে। সরকারি বাসের ক্ষেত্রে আগেই এই ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। এ বার বেসরকারি বাস সংগঠনও বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবার কথা জানিয়ে দিল। পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধার্থে এগিয়ে এসেছে মেট্রোরেল ও ট্রেনও। অনেক শাখায় লোকাল ট্রেনের স্টপেজ বাড়ানো হয়েছে। বিশেষ পরিষেবা দিয়েছে মেট্রোও।

অন্যদিকে এবারের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam) নিয়মও কঠিন হয়েছে বেশ অনেকটা। কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের (Question Paper) ছবি তুলতে গেলেই তাঁর উত্তরের খাতা বাতিল করা হবে। এছাড়াও থাকছে একাধিক নিরাপত্তার (Security) ঘেরাটোপ। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত যে কোনও জিজ্ঞাস্য জানার পাশাপাশি, যেকোনও সমস্যার কথাও জানানো যাবে বিশেষ কন্ট্রোলরুম (Madhyamik Control Room) নম্বরে। হেল্পলাইন (Helpline) নম্বরগুলি হল ০৩৩-২৩৫৯২২৭৭ এবং ০৩৩-২৩৫৯২২৭৮। এছাড়াও পর্ষদের তরফে https://wbbse.wb.gov.in- এই লিঙ্কটি প্রকাশ করা হয়েছে। এখানে ক্লিক করলেই জেলা ভিত্তিক হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। যে কোনও জেলার পরীক্ষার্থীরাই সেই নির্দিষ্ট নম্বরে ফোন করে পরীক্ষা সংক্রান্ত সংমস্যার কথা জানাতে পারবেন। ইমেল (e mail) মারফত যোগাযোগের জন্যও একটি পৃথক ইমেল আইডিও পর্ষদের তরফে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরাও কোনও সমস্যায় পড়লে এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করতে পারবেন।

অন্যদিকে ডুয়ার্সের (Duars) হাতি প্রভাবিত জঙ্গল ঘেরা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন বন দফতরের কর্মীরা। শুক্রবার সকাল থেকে বনদফতরের বিভিন্ন রেঞ্জের বন কর্মীরা পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন। রেঞ্জগুলির কাছে নিজেদের পর্যাপ্ত গাড়ি না থাকায় বেসরকারি সংস্থার গাড়ি ভাড়া করতে দেখা যায় বন দফতরকে। বন কর্মীদের এই প্রয়াসে খুশি প্রকাশ করেছেন মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। গত বছর এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছিল হাতির আক্রমনে।


Editor | 11:40 AM, Fri Feb 02, 2024
upload
upload