Thursday, September 19, 2024

Logo
Loading...
upload upload upload

Madhyamik Question Paper Leak: বাংলার পর এবার ইংরেজি-ফাঁস মাধ্যমিকের প্রশ্ন,পরীক্ষা বাতিল ৬ পরীক্ষার্থীর

Editor | 18:20 PM, Sat Feb 03, 2024

নিউজ ডেস্ক: মাধ্যমিকের প্রথম দিনের পর দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষাতেও ফের প্রশ্নফাঁস।শুক্রবার বাংলা পরীক্ষা শেষ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল। শনিবারও দেখা গেল সেই একই ছবি। আর এবারও ঘটনাস্থল মালদহ জেলার একটি স্কুল।

শনিবার ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। পরীক্ষা চলাকালীনই সোশ্যাল মিডিয়ায় ইংরেজির প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ে। পর্ষদ সূত্রের খবর, ধরা পড়ার হাত থেকে বাঁচতে এদিন মালদহের এনায়েতপুর হাই স্কুল অভিযুক্ত পরক্ষার্থীরা কিউ আর কোড পেনের কালি  দিয়ে কেটে দিয়েছিল। যদিও তার পরও ধরা পরে যায় ছয় পড়ুয়া।এদের মধ্যে চারজন ছাত্র, দুইজন ছাত্রী।  পরীক্ষার্থীরা কিউআর কোডের উপর যে লাল কালি দিয়েছিল তা মুছেই পর্ষদ তাদের চিহ্নিত করেছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবছর প্রশ্ন ফাঁস রুখতে কিউআর কোড (QR Code) বসানো হয়েছিল প্রশ্নপত্রে। কিন্তু তা সত্ত্বেও প্রথম দিনই বাংলার প্রশ্নপত্র ফাঁস হয় মালদহের একটি স্কুল থেকে। যে দুই ছাত্র এই ঘটনায় জড়িত, তাদের গ্রেপ্তার করে পরীক্ষা বাতিল করা হয়েছিল পর্ষদের তরফে।  এত বড় ঘটনার পরেও দ্বিতীয় দিনও অর্থাৎ ইংরাজি পরীক্ষার দিনও একই ঘটনা ঘটে গেল। পর পর দুই দিন এই ঘটনায় ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

upload
upload