Thursday, September 19, 2024

Logo
Loading...
upload upload upload

Madhyamik Exam 2004: টাকার বিনিময়ে মিলবে উচ্চ মাধ্যমিকের এডমিট,স্কুলের সামনে বিক্ষোভ ছাত্রদের

Editor | 17:57 PM, Sat Feb 03, 2024

নিউজ ডেস্ক: টাকা দিলে তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড, দিন কয়েক আগে স্কুলের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছিল মালদহের মানিকচক শিক্ষানিকেতন হাই স্কুলের ছাত্ররা। এ বিষয়ে বিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করলে পরিবর্তে ফোনে মিলছে হুমকি। এমনই অভিযোগ এনে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ছাত্ররা। মানিকচক থানা এলাকার নামজাদা বিদ্যালয় গুলির মধ্যে এটি একটি বিদ্যালয়। ছাত্রদের অভিযোগ বিদ্যালয়ে ২২০ টাকা দিলে তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড। তবে কেন দিতে হবে এই টাকা সেই উত্তর কারোর জানা নেই। বিদ্যালয়ের অভিভাবকদের একাংশের অভিযোগ টাকা ছাড়া কোন কথাই বলে না বিদ্যালয় কর্তৃপক্ষ। হাজার হাজার টাকা বিনিময়ে বকলমে চলছে ভর্তি। জানা যায় বিদ্যালয় ক্যাম্পাস থেকে ২০ টাকার খাতা রীতিমত ১২০ টাকায় বিক্রি করছে স্কুল কতৃপক্ষ।এ বিষয়ে কিছু জানতে চাইলে কোন কথাই বলতে চান না বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত বিদ্যালয়ের টিআইসি সুব্রত প্রামানিক জানান, ছাত্ররা যা অভিযোগ আনছে সবই ভিত্তিহীন। বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার সময় যে অর্থ নেওয়া হয় সেটি দুটি কিস্তিতে আমাদের বিদ্যালয় নিয়ে থাকে। ছাত্রদের দ্বিতীয় কিস্তি বকেয়া ২২০ টাকায় নেওয়া হচ্ছে। তবে এ বছর বিদ্যালয়ে থেকে ১৬৬ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা ইতিমধ্যে সকলেই অ্যাডমিট কার্ড পেয়ে গেছে। যেসব ছাত্ররা বিষয়টি নিয়ে অভিযোগ করছে তাদের সাথে আমরা খুব শীঘ্রই বসে বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেব। অভিভাবকদের অভিযোগের কোন অর্থ নেই। বিদ্যালয় ক্যাম্পাসে কোনোভাবেই কোন টাকা পয়সা নিয়ে ভর্তি হয় না। শুধুমাত্র কিছু মানুষ বিদ্যালয়কে কলঙ্কিত করার জন্য হয়তো এই বদনাম ছড়াচ্ছে। বিদ্যালয়ের টিআইসির এই বক্তব্যে এটা স্পষ্ট যে স্কুল কতৃপক্ষ কোনোভাবেই ছাত্র বা অভিভাবকদের আনা অভিযোগকে স্বীকার করছেনা। বরং স্কুলকে সঠিক প্রমাণ করতে একের পর এক যুক্তি তুলে ধরছে।

upload
upload