Saturday, December 21, 2024

Logo
Loading...
google-add

Indian Premier League: আইপিএল এ নতুন রূপে ধোনি

Sweta Chakrabory | 19:09 PM, Fri Mar 22, 2024

নিউজ ডেস্ক: শুরু হচ্ছে ১৭তম আইপিএল। অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু। শুক্রবার বাইশ গজে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর। চেন্নাইয়ের মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। উদ্বোধনী ম্যাচের আগে বরাবরের মতোই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে আইপিএল কর্তৃপক্ষ। তবে এবারের আইপিএল এ রয়েছে বিশেষ বদল।

কাগজে কলমে, টিম লিস্টে ধোনির নামের পাশে ক্যাপ্টেন লেখা থাকবে না, তিনি টস করতেও আসবেন না। কারন, চেন্নাই সুপার কিংসের ব্যাটন তুলে দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়কে। এ প্রসঙ্গে, সিএসকের তরফ থেকে বিবৃতিতে সরকারি বলা হল, ‘এমএস ধোনি নেতৃত্ব তুলে দিলেন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে।’ আসলে সেই ট্র্যাডিশন সমানে চলছে।

উল্লেখ্য রুতুরাজ ২০১৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ। এই সময়ের মধ্যে আইপিএলে ৫২ টি ম্যাচ খেলেছেন। পাঁচবার আইপিএল জেতার পাশাপাশি সুপার কিংসকে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেতাবও এনে দিয়েছেন ধোনি। সব মিলিয়ে ক্রিকেট প্রেমীদের একাংশের কাছে আজকের ম্যাচ ধোনি বনাম কোহলির।

অন্যদিকে সদ্য দ্বিতীয়বার বাবা হওয়া বিরাট কোহলি মাঠে নামার জন্যে মুখিয়ে আছেন। দু’মাস বাদে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরছেন। খেলেননি ইংল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ পাঁচ টেস্টের সিরিজও। সম্প্রতি উইমেন্স প্রিমিয়ার লিগ জিতেছে আরসিবি। এর ফলে সব মিলিয়ে বিরাটদের কাঁধে দায়িত্ব যেন আরও বেড়েছে। এখন শুধু খেলায় চোখ রাখার পালা।

google-add
google-add
google-add

সাম্প্রতিক

ক্রিকেট

google-add

বাংলার খেলা