Saturday, December 21, 2024

Logo
Loading...
google-add

Election Comission: তারকা প্রার্থীদের প্রচারে কড়া নজরদারি!-জানাল নির্বাচন কমিশনের

Sweta Chakrabory | 14:05 PM, Tue Mar 26, 2024

নিউজ ডেস্ক: ভোটের মুখে প্রচারে ব্যস্ত সব দলের প্রার্থীরাই। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। এবার সেই প্রচারকে কেন্দ্র করেই তারকা প্রার্থীদের জন্য রীতিমতো নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। অন্যান্য প্রার্থীদের মতো তারকা প্রার্থীদেরও আচরণবিধি মেনে চলতে কড়া বার্তা দিয়েছে কমিশন।

ইসি-র তরফে আরও জানানো হয়েছে, তারকা প্রার্থীদের প্রচারে কড়া নজরদারি চালানো হবে। তারকা প্রার্থীরা আচরণবিধি না মানলে রেহাই পাবে না। সে যে দলের প্রার্থী হোন না কেন আচরণবিধি না মানলে কেউ রেহাই পাবে না। বাতিল হতে পারে স্বীকৃতি, এমনকি ভোট-প্রতীকও। নির্বাচনী প্রচারে কোনরকম ঘৃণা বা উস্কানিমূলক বা জাত-ধর্ম নিয়ে কোনও বক্তৃতা দেওয়া যাবে না। শুধু তাই নয় কোনও ধর্মীয় স্থানেও কোনও প্রচার চালানো যাবে না বলে জানিয়েছে কমিশন।

সাম্প্রতিকালে দলের প্রচারে গিয়ে একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ থেকে ঘৃণা ভাষণ শুনেছে গোটা দেশ। ধর্মীয় প্রচার উঠে এসেছে রাজনীতির আঙিনায়। তাই এইরকম ঘটনা রুখতে সতর্ক হচ্ছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। ভোটে জিততে মরিয়া রাজনৈতিক দলগুলি সেলেব্রিটিদের প্রার্থী হিসেবে মনোনয়ন ইদানীং বেশ ট্রেন্ডিং। শাসক থেকে বিরোধী সব শিবিরেই রাজনৈতিক নেতাদের উপেক্ষা করেই জনপ্রিয় মুখের দিকে ঝুঁকছে রাজনৈতিক দলগুলি। এবার সেই তারকা প্রচারকদের জন্যই কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করলে দলীয় প্রতীক হারাতে হবে সেই তারকা প্রার্থীকে।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

দেশান্তর

google-add
google-add

রাজ্য

google-add
google-add