Wednesday, May 29, 2024

Logo
Loading...
google-add

Hili tura Corridor: হিলি-তুরা করিডোর দ্রুত বাস্তবায়নের দাবি

Editor | 17:06 PM, Tue Feb 27, 2024

বাংলাদেশের হিলিতে বালুরঘাট থেকে বাংলাদেশের ভেতর দিয়ে হিলি-তুরা করিডোর দ্রুত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ আলোচনা ও স্মারকলিপি তুলে দেওয়া হল বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমারের হাতে। এই উপলক্ষে বালুরঘাট থেকে আহ্বায়ক নবকুমার দাসের নেতৃত্বে জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডরের পাঁচ সদস্যের একটি দল মঙ্গলবার বাংলাদেশে প্রবেশ করে। সীমান্তের ওপারে বাংলাদেশ হিলির ডাকবাংলাতে রাজশাহী বিভাগের ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমারের সাথে  সাক্ষাৎ করে বালুরঘাট থেকে মেঘালয়ের তুরা পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ দ্রুত বাস্তবায়িত করবার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে দুই দেশের পর্যটন রপ্তানি ও আমদানি বাণিজ্যের সুবিধার জন্য বাংলাদেশে অবস্থিত হিলি স্টেশনে মিতালী এক্সপ্রেস একতা এক্সপ্রেস সহ দূরপাল্লার গুরুত্বপূর্ণ ট্রেনগুলি স্টপেজ দেওয়ার দাবি ও তোলা হয়। ভারতের তরফে উপস্থিত জয়েন মুভমেন্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন অমূল্য রতন বিশ্বাস কার্তিক সাহা শঙ্কর দাস ও রূপক দত্ত। অন্যদিকে বাংলাদেশের তরফে কমিটির জাহিদুল ইসলাম শাহিনুর রেজা  হারুনউল রশিদ এবং জামিল হোসেন। এদিন সহকারি হাইকমিশনার মনোজ কুমারের হাতে এই সম্পর্কিত স্মারকলিপিও তুলে দেওয়া হয়েছে।

 

বালুরঘাট থেকে বাংলাদেশের ভেতর দিয়ে হিলি-তুরা করিডরটি চালু হলে উত্তরপূর্ব ভারতের মেঘালয় সহ রাজ্য গুলির যোগাযোগে বিপ্লব ঘটবে। শুধু ভারতেরই নয় উপকৃত হবে বাংলাদেশের উত্তরের জেলাগুলিও। কৃষি খনিজ পণ্যের ব্যবসা ক্ষেত্রের পাশাপাশি  দুই দেশের লোক সংস্কৃতি এবং সম্পর্কেরও উন্নতি ঘটবে। বাংলা-হিলি স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্টস এসসিয়েশনের সভা ঘরে আয়োজিত বৈঠকেও করিডর কমিটির প্রতিনিধিরা অংশ নেন।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

টুকরো খবর

google-add
google-add

স্বাস্থ্য

google-add
google-add