Saturday, July 27, 2024

Logo
Loading...
google-add

 Anapurni controversy: নয়নতারার রাম নাম নামে থামবে কি বিতর্ক? 

Editor | 15:37 PM, Fri Jan 19, 2024

নিউজ ডেস্ক: ভগবান রাম আমিষ খেতেন। ব্রাহ্মন কণ্যার নামাজ সহযোগে বিরিয়ানি রান্নার এই দৃশ্যায়ণকে ঘিরেই সোশাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক। অভিযোগ এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের ' অন্নপূর্ণি ' ছবিতে এই দৃশ্য দেখানো হয়। বিতর্কের মাঝে ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। এই ছবি তুলে নেওয়ার পর মৌনতা ভাঙলেন নয়নতারা । শাহরুখ খানের জওয়ান ছবির অভিনেত্রী নয়নতারার সিনেমা অন্নপূর্ণি নিয়ে বিতর্ক তুঙ্গে। শেষ পর্যন্ত জয় শ্রীরাম লিখে ক্ষমা চাইলেন অভিনেত্রী। নয়নতারার অন্নপূর্ণি ছবিতে নাকি বলা হয়েছে রাজা রাম মাংস খেতেন। অভিযোগ লাভ জিহাদকে প্রমোট করা হয়েছে। এবং হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে। তারপরেই ছবিটি তুলে নেওয়া হয়। এবং প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছিল। জানানো হয়েছিল শব্দগুলি এডিট করার পরেই সেটি আবার দেখানো হবে নেটফ্লিক্সে। অন্নপূর্ণি যার অর্থ হল অন্নের দেবী। হিন্দু ধর্মে লক্ষ্মীকে অন্নপূর্ণি বলা হয়ে থাকে। সেই লক্ষ্মীদেবীর অবমাননা করা হয়েছে নয়নতারার সিনেমা অন্নপূর্ণিতে। এমনই অভিযোগ উঠেছে। শুধু তাই নয় সিনেমাটিতে একাধিকবার হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ। থিয়েটারে মুক্তি পাওয়ার পর ছবিটি ওটিটিতেও মুক্তি পায়। কিন্তু তারপরেই শোরগোল শুরু হয়ে যায় ছবিটি নিয়ে।


V.O.4. এক ব্রাহ্মণ কন্যার চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। যার স্বপ্ন শেফ হওয়া। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আগেই ক্ষমা চেয়ে নেওয়া হয়েছিল লিখিতভাবে। এবার অভিনেত্রী নিজে লিখিত ভাবে ক্ষমা চেয়েছেন। অভিনেত্রী প্রথমে ক্রিশ্চান পরিবারে জন্মেছিলেন। তারপরে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন। একাধিক সম্পর্কেও জড়িয়েছেন অভিনেত্রী। জনপ্রিয় ডান্স কোরিওগ্রাফার প্রভুদেবার সঙ্গে দীর্ঘদিন লিভইন রিলেশনশিপে ছিলেন তিনি। কিন্তু প্রভুদেবার স্ত্রীর ডিভোর্স দিতে রাজি না হওয়ায় সম্পর্ক থেকে বেরিয়ে আসেন নয়নতারা।


google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

সর্বশেষ সংবাদ

google-add

টুকরো খবর

google-add
google-add

স্বাস্থ্য

google-add
google-add