Saturday, December 21, 2024

Logo
Loading...
google-add

Srijit Mukherji: সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই তালিকায়


Sweta Chakrabory | 17:17 PM, Sat Oct 05, 2024

নিউজ ডেস্ক: পুজোয় ছবি মুক্তির আগেই সবাইকে টেক্কা দিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। আইডিবিএম-এর সবচেয়ে বেশি রেটিং পাওয়া ২৫০ টি ভারতীয় ছবি তালিকায় উঠল সৃজিতের ছবির নাম। সত্যজিৎ রায়ের-এর পর তিনি একমাত্র পরিচালক যাঁর ছবি আইডিবিএম-এর থেকে পেল এই শিরোপা। এদিন সৃজিত নিজেই এক্স হ্যান্ডেলে সেই খবর শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।'

সম্প্রতি আইডিবিএম সবচেয়ে বেশি রেটিং পাওয়া ২৫০ টি ভারতীয় ছবি তালিকা প্রকাশ করেছে। কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় কেউ নেই সেই তালিকায়। কেবল আছে বাঙালির আবেগ সত্যজিৎ রায়। আর তাঁর পাশেই জায়গা করে নিয়েছেন সৃজিত। জানা গিয়েছে আইডিবিএম-এর প্রকাশিত তালিকায় ৬ টি বাংলা ছবি জায়গা করে নিয়েছে। সত্যজিৎ রায়ের বিখ্যাত 'অপু ট্রিলজি' অর্থাৎ 'পথের পাঁচালি', 'অপরাজিত' এবং 'অপুর সংসার'। এছাড়া সত্যজিৎ রায়েরই আরও ২টি ছবি 'জলসাঘর' এবং রবি ঠাকুরের ছোটগল্প 'নষ্টনীড়' অবলম্বনে 'চারুলতা'। ৬ টি ছবির তালিকায় সত্যজিৎ রায়ের এই ৫ টি ছবির সঙ্গে কেবল এই প্রজন্মের পরিচালকদের মধ্যে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) বহুল জনপ্রিয় ছবি ‘বাইশে শ্রাবণ’ জায়গা করে নিয়েছে। সিনেমাটি তালিকার ১৭৪তম স্থানে জায়গা করে নিয়েছে। সিনেমাটির রেটিং ৮.১। 

উল্লেখ্য, সাইকোলজিক্যাল-থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বাইশে শ্রাবণ’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, রাইমা সেন, গৌতম ঘোষ, আবীর চ্যাটার্জি। ২০১১ সালে মুক্তি পায় এই ছবি।

অন্যদিকে এবার পুজোয় আসছে সৃজিতের (Srijit Mukherji) নতুন ছবি ‘টেক্কা’। সেখানে থাকছেন দেব, রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘টেক্কা’ ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রুক্মিণী হবেন পুলিশ অফিসার। দেবের চরিত্রেও থাকছে বিশেষ চমক। অন্যান্য চরিত্রে থাকবেন আরিয়ান দেবদান ভৌমিক, সৃজা দত্ত, লোকনাথ চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। আগামী ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add