Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

Barasat Medical College: সরকারি হাসপাতালের বাইরের ভ্যাটে পরে শরীরের একাধিক অংশ! চাঞ্চল্য বারাসতে 

Sweta Chakrabory | 13:18 PM, Thu Nov 14, 2024

নিউজ ডেস্ক: হাসপাতালের ময়লা ফেলার ভ্যাটে মিলল মানুষের দেহাংশ। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে। কোথা থেকে এল এই দেহাংশ? কে বা কারা তা ফেলে গেল? তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে এমন ঘটনায় সকাল থেকেই হাসপাতালে আসা রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

অন্যান্য দিনের মতোই এদিনও সকালে সাফাইকর্মীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভ্যাট সাফ করতে এসেছিলেন। জঞ্জাল সাফ করতে গিয়ে চক্ষু চড়কগাছ। দেখেন, ভ্যাটে রক্ত ও দেহাংশ পড়ে। সূত্রের দাবি, হাত-পায়ের টুকরো উদ্ধার হয়েছে। রয়েছে চোখের অংশও। সঙ্গে সঙ্গে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন। খবর যায় হাসপাতালের অধ্যক্ষ ডা. সুহৃতা পালের কাছে।

অন্যদিকে এ প্রসঙ্গে বারাসতের এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা অনন্ত বলেন, ‘এই বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’ একই কথা জানান, বারাসত হাসপাতালের অতিরিক্ত সুপার সুব্রত মণ্ডলও। তাঁর সংযোজন, ‘খোঁজ নিয়ে দেখছি।’ যদিও হাসপাতালের সাফাই বিভাগের সুপারভাইজার রণজিৎ মুখোপাধ্যায়ের অনুমান, ওই দেহাংশ ডাক্তারি পড়ুয়াদের পরীক্ষায় ব্যবহার করা হয়েছিল। ৩-৪ দিন আগে তা ওই ভ্যাটে ফেলা হয়। সেখান থেকে তা সরিয়ে নিয়ে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি।

upload
upload