Congress: বেইমান! কংগ্রেসের সঙ্গে কোন জোটে যাবে না ফরওয়ার্ড ব্লক
নিউজ ডেস্ক: ফরওয়ার্ড' ব্লকের রাজনৈতিক বিশ্লেষন পশ্চিমবাংলার বিজেপি- তৃনমূল বিরোধী মানুষ বিকল্প হিসাবে ঐক্যবদ্ধ বামফ্রন্টকে দেখতে চাইছে। কংগেস ও ISF এর সঙ্গে বামফ্রন্টের জোট মানুষ গ্রহন করেনি। তার প্রমান ২০১৬ ও ২০২১ এর বিধানসভার ভোটের ফলাফল। বামপন্থীদের ভোট কংগ্রেস প্রার্থীর পক্ষে যায়- কিন্তু কংগ্রেসের ভোট বামপন্থী প্রার্থীর পক্ষে যায় না-- এটাই ২০১৬ ও ২০২১ এর ভোটে আমরা দেখেছি।
পুরুলিয়ার কংগ্রেস নেতাদের বিশ্বাস করা যায় না। এরা তৃনমুল ও বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা করার পরও বেইমানি করেছে। ২০১১সালে তৃনমূলের সঙ্গে জোট করার পরও জয়পুর বিধানসভা কেন্দ্রে তৃনমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী দিয়ে ভোট কেটে নেবার ফলে বামফ্রন্টের ফরওয়াড ব্লক প্রার্থীর জয়ী হয়েছিল। ২০১৬ সালে ফরওয়াড' ব্লকের ভোট নিয়ে বাঘমুন্ডি তে নেপাল মাহাত জয়ী হলেও-- জয়পুর কেন্দ্রে কংগ্রেস এর ভোট তৃনমূলের প্রাথী'র পক্ষে করে দিয়ে বামফ্রন্টের ফরওয়াড' ব্লক প্রার্থী কে পরাজিত করেছিল।
২০০১ সালে র বিধানসভা নিবা'চনে কংগ্রেস- তৃনমূল জোট হওয়া সত্বেও ঝালদা বিধানসভা কেন্দ্রে নেপাল মাহাত নির্দল প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন। ২০২১ সালে সংযুক্ত মরচা প্রাথী হিসাবে জয়পুর কেন্দ্রে ফরওয়াড' ব্লকের প্রাথী'র নাম ঘোষিত হলেও কংগ্রেস প্রার্থী দিয়েছিল জয়পুর কেন্দ্রে। কংগ্রেসের বেইমানি করতে পারে- এটা মাথায় রেখেই আমরাও প্রস্তুত ছিলাম এবং শেষ দিনে বাঘমুন্ডি কেন্দ্রে আমরাও মনোনয়ন পত্র জমা দিতে বাধ্য হই।
Trending Tag
ISF Loksabha election: বামেদের আগেই ৮ টি আসনে লড়াই করার কথা প্রকাশ্যে আনল আই এস এফ
Congress: বেইমান! কংগ্রেসের সঙ্গে কোন জোটে যাবে না ফরওয়ার্ড ব্লক
Buddhadeb Bhattacharjee: সকালে প্রাতঃরাশ সেরেই অসুস্থ, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, বয়স হয়েছিল ৮০
Sitaram Yechury: অবস্থা সঙ্কটজনক ইয়েচুরির! কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে চালু শ্বাস-প্রশ্বাস
Biman Bose: জেলা সফর থেকে ফিরেই অসুস্থ বিমান বসু, ভর্তি হাসপাতালে