Wednesday, November 13, 2024

Logo
Loading...
upload upload upload

ISF Loksabha election: বামেদের আগেই ৮ টি আসনে লড়াই করার কথা প্রকাশ্যে আনল আই এস এফ

Sweta Chakrabory | 17:56 PM, Thu Mar 14, 2024

নিউজ ডেস্ক: বামেদের উপর চাপ বাড়াতেই এবার বামেদের প্রথম তালিকা প্রকাশের আধ ঘণ্টা আগে ৮ টি আসনে লড়াই করার কথা প্রকাশ্যে নিয়ে এল আই এস এফ। সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। বিজেপিও বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর এবার এরই মধ্যে লোকসভা ভোটে ৮টি কেন্দ্রের নাম প্রকাশ করল আই এস এফ।

বারাসাত,বসিরহাট,মথুরাপুর,যাদবপুর,উলুবেড়িয়া,শ্রীরামপুর, মালদহ দক্ষিণ ও মুর্শিদাবাদ আসনে লড়াইয়ের কথা জানাল আই এস এফ। প্রথমে ২০,তারপরে ১৪,এবং জোটের স্বার্থে ৮ আসনের নাম জানিয়ে দিল আই এস এফ। এ প্রসঙ্গে আই এস এফ সভাপতি সামসুর আলি মল্লিক জানিয়েছেন, "জোটের স্বার্থে যাদবপুর আমরা ছাড়তে পারি। তবে সেখানে বিকাশ বাবু লড়াই করলে তবেই ছাড়ব। পরিবর্তে বালুরঘাট জয়নগর বা ঝাড়গ্রাম আসনের মধ্যে একটি দিতে হবে।"

অন্যদিকে তিনি জানান,ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকী দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন। জানা গেছে দক্ষিণ ২৪ পরগনার নেতৃত্ব সেটা আলোচনা করছেন। দু একদিনের মধ্যেই জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। সূত্র মারফত জানা গেছে বামেদের সঙ্গে জোটের পক্ষে আই এস এফ। তবে, তাদের শর্ত না-মানলে আজই প্রার্থী ঘোষণা করার পথে হাঁটবে তারা।

প্রসঙ্গত,বামেদের সঙ্গে কংগ্রেসের কথাবার্তা না এগোলেও আসন ভাগাভাগি করে ফেলল নৌসাদ সিদ্দিকির দল আইএসএফ। বৃহস্পতিবার বামেদের সঙ্গে আলোচনার শেষে আটটি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে ডায়মন্ড হারবারে অভিষেকের কেন্দ্র যা নিয়ে এত জল্পনা সেখানে প্রার্থী দিচ্ছেনা আইএসএফ।

upload
upload