Monday, December 23, 2024

Logo
Loading...
upload upload upload

Kirti Azad: "শুভেন্দু অধিকারীর লোকই হারাবে দিলীপকে"- বলছে বিজেপির একাংশ

Sweta Chakrabory | 11:11 AM, Sat Apr 06, 2024

নিউজ ডেস্ক: বিজেপির(BJP) লোকেরা বলছে, শুভেন্দু অধিকারীর(suvendu adhikari) লোকই হারাবে দিলীপকে। প্রাতঃভ্রমনে বেরিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। । সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আন্দামান পালিয়ে গিয়েছে। শনিবার সকালে বর্ধমান- দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে(dilip ghosh) এমনই নিশানা করলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।

শনিবার সকালে দুর্গাপুরের ইস্পাত নগরীর এ - জোন পার্কে পাণ্ডবেশ্বর তৃণমূলের বিধায়ক ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণে আসেন কীর্তি আজাদ(kirti azad)। প্রাতঃভ্রমণে এসে তিনি প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে আলাপচারিতা করেন, খেলেন ফুটবলও।

তারপরেই লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে নিশানা করে বলেন, "বাংলার মানুষ ভদ্র। কিন্তু ঐতিহ্য সংস্কৃতি সবই নষ্ট করছে বিজেপি।" দিলীপ ঘোষ নির্বাচনী প্রচারে গিয়েছেন আন্দামানে। সেই বিষয়ে দিলীপকে আক্রমণ করে বলেন, "শুধু পালিয়েই যাননি। বাংলা ছেড়ে বঙ্গোপসাগর পেরিয়ে একেবারে আন্দামানে পালিয়েছে। বিজেপির লোকেরা আমার সাথে যোগাযোগ রাখছে। যা বলছে তা আমি খুলে বলবো। বিজেপির লোকেরা বলছে শুভেন্দু অধিকারীর লোকই হারাবে দিলীপকে।"

প্রসঙ্গত, দিলীপ ঘোষের কাছের মানুষ বিজেপির টিকিটে আন্দামানে প্রার্থী হওয়া বিষ্ণুপদ রায়। তাই তাঁর হয়ে ১ দিনের জন্য প্রচার ও জনসংযোগ করতে যাচ্ছেন দিলীপ। আন্দামান তাঁর হাতের তালুর মতো চেনা, সেখানকার মানুষও। তাই ভোটের হাওয়ায় দিলীপের ওপর ভরসা রাখছেন বিষ্ণুপদ রায়। সেখানে কাজ সেরেই ফের বর্ধমান-দুর্গাপুরে ফিরবেন দিলীপ।

upload
upload