Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Sandeshkhali: ফের সন্দেশখালির পথে বাধার মুখে লকেট-অগ্নিমিত্রা

Sweta Chakrabory | 15:22 PM, Thu Mar 07, 2024

নিউজ ডেস্ক: ফের সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে বিজেপি মহিলা দল। এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। এমন কথা জানিয়েই লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, ভারতী ঘোষ সহ বিজেপি কে বাধা দেয় বিধাননগর মহিলা কমিশনারেটের পুলিশকর্মীরা। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় নিউটাউনের রাস্তায়। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রতিনিধিরা।

পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে যান ভারতী ঘোষ। পরে লকেট-ভারতী-অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির আরও বেশ কয়েকজন প্রতিনিধিকে পুলিশ আটক করে। জানা গেছে এদিন সন্দেশখালি যাওয়ার পথে নিউটাউনেই বিজেপিকে আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায় লকেট-ভারতী-অগ্নিমিত্রাদের। এরপর রাস্তায় বসে প্রতিবাদ দেখাতে থাকেন তাঁরা। টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় বিজেপি প্রতিধিদের। ঘটনার পরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে বিজেপি বাহিনী।

এ প্রসঙ্গে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “সিঙ্গুর থেকে শুরু সন্দেশখালিতেই শেষ তৃণমূলের। তথ্য লুকোতেই বাধা দেওয়া হচ্ছে। মহিলা পুলিশ বলছে, ‘নাটক করছেন?’। ওরা মারছে, ঠেলছে। এদের উর্দি খুলে নেবে মহিলারা। মহিলাদের সম্মান দেন না মমতা ব্যানার্জি। ১৪৪ ধারা জারির অর্ডারও দেখাতে পারেনি।”

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার সন্দেশখালি যাবার পথে পুলিশি বাধা পেয়ে হেনস্থা হতে হয়েছে বিজেপিকে। বৃহস্পতিবারও এর অন্যথা হলনা। নিউটাউনের বিশ্ব বাংলা গেটের কাছ থেকে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল-সহ মহিলার মোর্চার ৫ নেত্রী ও কর্মীদের যাওয়ার কথা ছিল সন্দেশখালিতে। নারী দিবসের প্রাক্কালে তাঁরা সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়ে সেখানে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু রওনা দেওয়ার আগে নিউটাউনেই তাঁদের আটকে দিল পুলিশ।

upload
upload