Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Sandeshkhali Incident: সাহায্যের বিনিময়ে সমর্থন?সন্দেশখালিতে গ্রামবাসীদের সঙ্গে ডিলের চেষ্টা তৃণমূলের?

Editor | 15:52 PM, Mon Feb 19, 2024

নিউজ ডেস্ক: আবারও শিরোনামে সন্দেশখালি। এবার তৃণমূলের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। "তৃণমূল টাকা পাইয়ে দিচ্ছে। সমর্থন করবেন তো?" সন্দেশখালির বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের নাকি এ কথাই বলা হচ্ছে, এমনই অভিযোগ উঠল শাসকদলের প্রতিনিধিদের বিরুদ্ধে। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে আসায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সমর্থনের বিনিময়ে এক মহিলাকে সাহায্যের আশ্বাস দিচ্ছেন তৃণমূলের এক নেত্রী। তাঁর নাম দীপিকা পোদ্দার। তিনি সন্দেশখালির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তিনি যে মহিলাকে টাকা পাইয়ে দেওয়ার কথা বলছেন, তিনি সন্দেশখালির বাসিন্দা। প্রসঙ্গত, সন্দেশখালিতে শাহজাহান শেখ, তাঁর শাগরেদ উত্তম সিংহ ও শিবপ্রসাদ হাজরাদের বিরুদ্ধে স্থানীয়দের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। তা নিয়েই উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি। তার পর থেকেই স্থানীয়দের ক্ষোভ উগড়ে পড়েছে। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে নড়েচড়ে বসেছে রাজ্যের শাসক দল। উত্তম ও শিবুরা যাঁদের জমির লিজ়ের টাকা দেননি বলে অভিযোগ, তাঁদের পাওনা টাকা মেটাতে শুরু করেছে তৃণমূল। তার জন্য বাড়ি বাড়ি যাচ্ছে শাসকদলের প্রতিনিধিরা। সামনেই লোকসভা ভোট, তাই এবার তাঁরাই ভোটে সমর্থনের বিনিময়ে সাহায্যের আশ্বাস দিচ্ছেন সন্দেশখালির গ্রামবাসীদের এমনই অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘সন্দেশখালিতে যা ঘটেছে, তা গণরোষের ফল। তৃণমূল যদি ভাবে এ ভাবে টাকা দিয়ে আবার সমর্থন আদায় করবে, তা হলে তারা মূর্খের স্বর্গে বাস করছে।’’পাশাপাশি এ প্রসঙ্গে সন্দেশখালির দায়িত্বপ্রাপ্ত আর এক তৃণমূল নেতা বলেন, ‘‘ওই মহিলা সদস্যকে এ রকম কোনও দায়িত্ব দেওয়া হয়নি। ’’ ফলত এই ভাইরাল হওয়া ভিডিও ক্লিপ নিয়ে ইতিমধ্যেই যে রাজনৈতিক মহলে জোড় তরজা শুরু হয়ছে তা আর বলার অপেক্ষা রাখেনা। অন্যদিকে এই ইস্যুকেই সামনে রেখে বিরোধী দল শাসক দলের ওপর ইতিমধ্যেই নিন্দার ঝড় তুলেছে।

upload
upload