Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

Film Based On Sandeshkhali: অগ্নিগর্ভ সন্দেশখালি এবার রুপোলী পর্দায়

Sweta Chakrabory | 17:00 PM, Sat Mar 09, 2024

নিউজ ডেস্ক: বাস্তবের ঘটনা এবার সিনেমার পর্দায়। সন্দেশখালির বাঘ শেখ শাহাজাহানের কর্মকাণ্ড এবার ফুটে উঠবে রুপোলী পর্দায়। সন্দেশখালির ঘটনার ওপর ভিত্তি করে গড়ে উঠবে সিনেমা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টার। সিনেমার চিত্রনাট্য লিখেছেন অমিতাভ সিং ও ইশা বাজপেয়ী।

সিনেমাটি প্রযোজনা করবেন সুমিত চৌধুরী এবং কেওয়াল শেঠি। সৌরভ তেওয়ারি পরিচালিত সিনেমাটির কাজ শুরু হবে ২০২৪ সালের আগস্টে। ছবি মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে। কাস্টও নাকি ঠিক হয়ে গেছে। তবে, কারা কারা অভিনয় করছে তা এখনও জানা যায়নি। সিনেমার নাম আপাতত ঘোষণা করেননি নির্মাতারা। তবে টিজার পোস্টারে সন্দেশখালি নামটি জ্বলজ্বল করছে।

প্রসঙ্গত, সন্দেশখালির ঘটনায় বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে ইতিমধ্যেই। তাঁর বিরুদ্ধে জমি দখল ও যৌন নিপীড়নের অভিযোগও আছে। ৫০ দিন ফেরার থাকার পর অবশেষে শাহজাহানকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিস। ২৯ ফেব্রুয়ারি সুন্দরবনের সন্দেশখালি দ্বীপ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মিনাখা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। যৌন হয়রানির অভিযোগ ছাড়াও, শাহজাহানের বিরুদ্ধে রেশন কেলেঙ্কারির মামলাও রয়েছে। তবে এখনও প্রমাণ হয়নি সেখানকার মানুষদের অভিযোগ সত্যি নাকি মিথ্যা। এবার সেই ঘটনা নিয়েই বানানো হবে ছবি।

সম্প্রতি বঙ্গসফরে এসে সন্দেশখালিকে হাতিয়ার করেই লোকসভা ভোটের প্রচার করে গিয়েছেন খোদ নরেন্দ্র মোদি। এবার সেই অঞ্চলের রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে মহিলাদের প্রতিবাদ যখন সিনেম্যাটিক ভাষায় উঠে আসবে, তখন সেই ছবি নিয়ে যে আলাদা কৌতূহল থাকবে, তা বলাই বাহুল্য।

upload
upload