Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Governor On Nabanna Abhijan: নবান্ন অভিযানে রাজ্যকে বিশেষ বার্তা রাজ্যপালের


Sweta Chakrabory | 13:25 PM, Tue Aug 27, 2024

নিউজ ডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Incident) তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ মঙ্গলবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছে। এবার সে প্রসঙ্গেই রাজ্যকে বিশেষ বার্তা দিলেন রাজ্যপালের সিভি আনন্দ বোস। 'ছাত্র সমাজ'-র ‘শান্তিপূর্ণ প্রতিবাদ’ দমন করতে সরকারি ক্ষমতার যেন অপব্যবহার না করা হয়। মঙ্গলবার নবান্ন অভিযানের আগে রাজ্য সরকারকে কার্যত ‘ওয়ার্নিং’ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

নবান্ন অভিযানের আগে যে বার্তা দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor On Nabanna Abhijan) সেই বার্তার ৪০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয় রাজভবন থেকে। যার মূল কথা, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের দমনে সরকারি শক্তি প্রয়োগ চলবে না।

ভিডিও বার্তায় রাজ্যপাল বলেন,"আগামীকাল বাংলার ছাত্র সমাজ শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে। এর মধ্যে জোর করে আন্দোলন দমনের খবর আসছে। আমি সুপ্রিম কোর্টের রায়ের কথা মনে করিয়ে দিয়ে বলতে চাই, শান্তিপূর্ণ প্রতিবাদীদের দমন করতে বাংলায় যেন সরকারি ক্ষমতার অপব্যবহার করা না হয়। মনে রাখবেন, গণতন্ত্র মানে নীরব সংখ্যাগরিষ্ঠতা। সংখ্যাগরিষ্ঠতার কণ্ঠরোধ করা নয়।"

প্রসঙ্গত, আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় শহরজুড়ে প্রতিবাদ চলছে। মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে 'অরাজনৈতিক' সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সে কারনেই নবান্নের নিরাপত্তায় থাকছেন প্রায় ১০০ উচ্চপদস্থ পুলিশ কর্তা। ২ হাজার কনস্টেবল। এছাড়াও কলকাতা ও হাওড়া ঘিরে রাখবে পুলিশ। আর এমন পরিস্থিতির মধ্যেই তাৎপর্পূর্ণ বার্তা দিলেন সি ভি আনন্দ বোস।

প্রসঙ্গত এ প্রসঙ্গে রাজ্য পুলিশ স্পষ্টত জানিয়েছে, যে নবান্ন অভিযানের ডাক (Governor On Nabanna Abhijan) দেওয়া হয়েছে তা বেআইনি। কারণ, একে তো কোনও নির্দিষ্ট সংগঠনের তরফে এই অভিযানের ডাক দেওয়া হয়নি। দুই প্রথা মাফিক তথা নিয়ম মেনে পুলিশের কাছে কোনও আবেদন জানানো হয়নি। তাই পুলিশ কোনও অনুমতি দিচ্ছে না। এতএব বোঝাই যাচ্ছে, মঙ্গলবার প্রবল উত্তেজনা ছড়াতে পারে এই অভিযানকে কেন্দ্র করে।

upload
upload