NJP Station: আর ঘটবে না দুর্ঘটনা! নিউ জলপাইগুড়ি স্টেশনে চালু হল নতুন ব্যবস্থা
নিউজ ডেস্ক: গত কয়েক মাস ধরে যেভাবে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটে চলেছে তাকে সাধারণ যাত্রীরা রীতিমতো আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছেন। তাই এবার এই আতঙ্ক থেকে রক্ষা করতে দেশের প্রথম একটি সুরক্ষা ব্যবস্থা চালু হলো নিউ জলপাইগুড়ি স্টেশনে (NJP Station)। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে রেলের তরফ থেকে এমন সিস্টেম প্রথম চালু করা হলো বলেই জানা যাচ্ছে রেল সূত্রে।
এআই সুরক্ষা পরিচালিত এই ব্যবস্থাটির নাম হল অটোমেটিক ট্রেন এগজামিনেশন সিস্টেম। এই সিস্টেমের আওতাধীন বড় এলাকায় জুড়ে কোনরকম রেল দুর্ঘটনা ঘটবে না বলেই ৯৯% আশাবাদী রেল। এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই সুরক্ষা ব্যবস্থা কাজ করার কারণেই রেল এতটা আশাবাদী। এই সিস্টেম ইনস্টল করার পরিপ্রেক্ষিতে রেল আশাবাদী একটিও দুর্ঘটনা ঘটবে না।
জানা গিয়েছে নতুন এই সিস্টেম লাইনে ট্রেন চালু হলেই স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে চারটি ক্যামেরা এবং চারটি সেন্সর। ওই সকল ক্যামেরা এবং সেন্সর ট্রেনের চাকার তাপমাত্রা থেকে শুরু করে রেল ট্র্যাকে কোথাও কোনো রকম ভাঙ্গা, সরে যাওয়া, ইঞ্জিনে গোলমাল ইত্যাদির মত কোন সমস্যা ধরা পড়লেই তা স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল পাঠাবে লোকো পাইলটকে। এই সুরক্ষা ব্যবস্থায় লোকো পাইলটের কাছে থাকা ডিসপ্লেতে সমস্যার বিষয়টি এআই তুলে ধরার পাশাপাশি তার ফোনেও অ্যালার্ট চলে যাবে। লোকো পাইলটের কাছে তথ্য যাওয়ার পাশাপাশি যাবতীয় তথ্যের লিংক চলে যাবে মেকানিক্যাল সেকশন এবং সংশ্লিষ্ট রেল আধিকারিকদের কাছে। ত্রুটি বিচ্যুতির বিষয়টি এআই মারফত সরবরাহ করার পরিপ্রেক্ষিতে তা দূরত্ব এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে যাবে এবং এর ফলেই ট্রেন দুর্ঘটনা রুখে দেওয়া সম্ভব হবে বলে ৯৯% আশাবাদী রেল। এছাড়াও নতুন এই ব্যবস্থায় সেন্সর ট্রেনের অ্যাক্সেল বিয়ারিং বক্সের তাপমাত্রা, চাকার তাপমাত্রা রেকর্ড করার পাশাপাশি কোন কোচে এমন সমস্যা রয়েছে তা দ্রুত খুঁজে বের করে তথ্য প্রদান করবে। এর পাশাপাশি কোন কোচের দরজা খোলা থাকলে এবং সেই দরজা খোলা থাকার কারণ হিসেবে কোন ত্রুটি থাকলে তাও জানিয়ে দেবে ক্যামেরা ও সেন্সর।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা দাবি করেছেন, দেশের প্রথম রেলস্টেশন হিসাবে নিউ জলপাইগুড়িতে (NJP Station) এই ব্যবস্থা চালু করা হল। যদি এই ব্যবস্থা সফলতা পায় তাহলে তা আগামী দিনে দেশের অন্যান্য জায়গাতেও স্থাপন করা হবে।