Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

Panitanki fire Incident: শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই ১১টি দোকান

Sweta Chakrabory | 15:47 PM, Sat Mar 23, 2024

নিউজ ডেস্ক: ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে বিধ্বংসী আগুন। শনিবার ভোর ৪ টে নাগাদ আগুন লাগে বলে জানিয়েছেন বাসিন্দারা। মুর্হূতের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। আগুনে পুড়ে ছাই ১১টি দোকান। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে অগ্নিকান্ডের এই ঘটনায় বাজার সংলগ্ন বেশ কিছু কাপড়, মুদিখানা, ইলেকট্রনিক্সের দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। পুলিশের অনুমান শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড।

স্থানীয় বাসিন্দারা জানান, এশিয়ান আর্ন্তজাতিক সড়কের পাশের এই অঞ্চলে শনিবার ভোর চারটে নাগাদ আগুন লাগে। বাজারের ভেতর থেকে হটাতই তারা ধোঁয়া বেরতে দেখেন। এর কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রাই। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসায় ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছয়।

upload
upload