Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

RG Kar Incident: আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে ১৪দিনের জেল হেফাজতে পাঠাল আদালত, হবে পলিগ্রাফি টেস্ট


Sweta Chakrabory | 17:24 PM, Fri Aug 23, 2024

নিউজ ডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় (RG Kar Incident) নয়া আপডেট। এবার আরজির কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখা হবে। একইসঙ্গে জানা গিয়েছে, এই ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ রায় সহ ৭ জনের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল সিবিআই।

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে গতকালই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ মোট ৬ জনকে শিয়ালদহ আদালতে নিয়ে যায় সিবিআই। তাদেরও পলিগ্রাফ টেস্টের আবেদন জানানো হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। সত্য উদঘাটনে (RG Kar Incident) এবার সন্দীপ ঘোষ-সহ ৬ জনের পলিগ্রাফ পরীক্ষা করানো হবে। এই ৬ জনের মধ্যে রয়েছে সেই সিভিক ভলান্টিয়ারও। এর সঙ্গে সঞ্জয়ের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে সিবিআই সূত্রের খবর। ৬ জনের মধ্যে রয়েছেন চার চিকিৎসক।

প্রসঙ্গত, এদিন এই মামলা (RG Kar Incident) চলাকালীন আদালতে তোলা হয়েছিল সঞ্জয়কে। সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রচন্ড বৃষ্টির মধ্যেই এদিন আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়কে বের করা হয়। এরপর তাঁকে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়ে যাওয়া হয়। দুপুরে তাঁকে হাজির করানো হয় আদালতে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল আদালত চত্বরে। পুলিশের গাড়়ি আদালত চত্বরে নিয়ে আসার পরেই সাধারণ মানুষ চিৎকার করতে থাকেন, ''ফাঁসি চাই সঞ্জয়ের। মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে।''

তবে এদিন গোটা আদালত চত্বর সিআইএসএফ-এর জওয়ানরা ঘিরে রেখেছিলেন। নিরাপত্তায় ছিল কলকাতা পুলিশও। সঞ্জয়কে সিজিও থেকে বের করার সময় একাধিক প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তবে কোনও প্রশ্নেরই উত্তর দেয়নি সঞ্জয়।

upload
upload