Thursday, November 14, 2024

Logo
Loading...
upload upload upload

Loksabha Election 2024: ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী? বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Sweta Chakrabory | 12:22 PM, Thu Feb 22, 2024

নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন। এখনও ঘোষণা হয়নি দিনক্ষন। তার আগেই বড় সিদ্ধান্ত। সূত্রের খবর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে লোকসভা ভোটের নির্ঘণ্ট। তার আগেই চলতি ফেব্রুয়ারি মাসেই বাংলায় আসতে চলেছে প্রায় ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। এই খবর প্রকাশ্যে আসতেই এখন তোলপাড় রাজ্য–রাজনীতি।

প্রসঙ্গত, গত লোকসভা ভোটের দিন ঘোষণার পরে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু সূত্রের খবর, এ বার কেন্দ্রীয় বাহিনী আসতে পারে নির্বাচনের দিন ঘোষণার আগেই। রাজ্যে লোকসভা নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে রাষ্ট্রমন্ত্রকের কাছে ৯২০ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন। কিন্তু নির্বাচন ঘোষণার আগেই কেন রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী? ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, সমস্ত স্পর্শকাতর, সংবেদনশীল বুথের তালিকাও চেয়েছে নির্বাচন কমিশন। ৪ মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। ৫ মার্চ তারা বৈঠক করবে সব রাজনৈতিক দল, পুলিশ-প্রশাসনের সঙ্গে।

সূত্রের দাবি, স্পর্শকাতর ও সংবেদনশীল বুথের তালিকা হাতে নিয়েই বৈঠকে বসতে চাইছে তারা। ওই স্পর্শকাতর এলাকার উপর নির্ভর করছে কোন এলাকায় কত বাহিনী মোতায়েন করা হবে। ৬ তারিখ রাজ্যের মুখ্যসচিব, ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করবে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। শোনা যাচ্ছে, মার্চ মাসের ৮-১৪ তারিখের মধ্যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। সূত্রের খবর, এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে একমাস ধরে জমা পড়া রাজ্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। তার জন্যই আগেভাগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে বাংলার স্পর্শকাতর এলাকাগুলিতে রুট মার্চ এবং এরিয়া ডমিনেশনের কাজ করা হবে।

upload
upload