Thursday, November 14, 2024

Logo
Loading...
upload upload upload

Election Breaking : সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চিত খোদ নির্বাচন কমিশন!

Sweta Chakrabory | 11:35 AM, Fri Mar 29, 2024

নিউজ ডেস্ক: রাজ্যের প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চয়তা। এখনো অব্দি ১৭৭ কোম্পানি বাহিনী এসেছে রাজ্যে। আর প্রথম দফার ৩ আসনে ভোট করাতে প্রয়োজন প্রায় ৩৫০ কোম্পানি। ফলে সব জায়গায় এত বাহিনী দেওয়া সম্ভব কিনা সন্দেহে রয়েছে খোদ নির্বাচন কমিশন। তবে প্রথম দফার ভোটের আগে আরো বাহিনী আসবে রাজ্যে এমনটাই জানিয়েছে কমিশন।

উল্লেখ্য ১৯শে এপ্রিল কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি আসনে ভোট। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় ২১ টি রাজ্যের ১০২ টি আসনের ভোট। আর তার আগেই সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চিত খোদ নির্বাচন কমিশন।

কমিশনের একটি সূত্র বলছে, রাজ্যের প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, ওই দুই দফায় দেশ জুড়ে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন।

প্রসঙ্গত ২০১৯ সালের লোকসভা ভোটে প্রথম দফার দু’টি আসনে সব বুথে কেন্দ্রীয় দিতে পারেনি কমিশন। কমিশন সূত্রে খবর, ওই দুই আসনের জন্য বরাদ্দ ছিল ৮৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আদতে প্রয়োজন ছিল তার থেকে বেশি। আর এবারেও ফের সেই একই অনিশ্চয়তায় রয়েছে নির্বাচন কমিশন।

upload
upload