Election Breaking : সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চিত খোদ নির্বাচন কমিশন!
নিউজ ডেস্ক: রাজ্যের প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চয়তা। এখনো অব্দি ১৭৭ কোম্পানি বাহিনী এসেছে রাজ্যে। আর প্রথম দফার ৩ আসনে ভোট করাতে প্রয়োজন প্রায় ৩৫০ কোম্পানি। ফলে সব জায়গায় এত বাহিনী দেওয়া সম্ভব কিনা সন্দেহে রয়েছে খোদ নির্বাচন কমিশন। তবে প্রথম দফার ভোটের আগে আরো বাহিনী আসবে রাজ্যে এমনটাই জানিয়েছে কমিশন।
উল্লেখ্য ১৯শে এপ্রিল কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি আসনে ভোট। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় ২১ টি রাজ্যের ১০২ টি আসনের ভোট। আর তার আগেই সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চিত খোদ নির্বাচন কমিশন।
কমিশনের একটি সূত্র বলছে, রাজ্যের প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, ওই দুই দফায় দেশ জুড়ে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন।
প্রসঙ্গত ২০১৯ সালের লোকসভা ভোটে প্রথম দফার দু’টি আসনে সব বুথে কেন্দ্রীয় দিতে পারেনি কমিশন। কমিশন সূত্রে খবর, ওই দুই আসনের জন্য বরাদ্দ ছিল ৮৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আদতে প্রয়োজন ছিল তার থেকে বেশি। আর এবারেও ফের সেই একই অনিশ্চয়তায় রয়েছে নির্বাচন কমিশন।
Trending Tag
Loksabha Election 2024: ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী? বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
Agartala RPF: আরপিএফ-এর হাতে উদ্ধার নিষিদ্ধ সামগ্রী, আটক ১৭ জন
Loksabha Election 2024: কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে নিয়মিত রিপোর্ট চাইল স্বারাষ্ট্রমন্ত্রক
Election Breaking : সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চিত খোদ নির্বাচন কমিশন!
CRPF On Loksabha Vote 2024: সাধারণ মানুষকে অভয় দিতে আসরে নামছে কেন্দ্রীয় বাহিনী
Central Forces in North Bengal: অবাঙ্গালি জাওয়ানদের ফেভারিট বাংলার সজনে ডাটা
phase 1 Voting at Cooch Behar : কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের অস্বাভাবিক মৃত্যু
Lok Sabha Election 2024: ভোট দিতে এসে ফাটল চোখ! অভিযোগের আঙুল তৃণমূলের বিরুদ্ধে
Eastern Railway: ইচ্ছেমতো চেন টেনে ট্রেন থামালেই জেল বা জরিমানা! শতাধিক যাত্রীকে গ্রেফতার করল রেল