Thursday, November 14, 2024

Logo
Loading...
upload upload upload

CRPF On Loksabha Vote 2024: সাধারণ মানুষকে অভয় দিতে আসরে নামছে কেন্দ্রীয় বাহিনী

Sweta Chakrabory | 11:49 AM, Sun Mar 31, 2024

নিউজ ডেস্ক :একদম দোরগোড়ায় এসে গেছে লোকসভা ভোট। আগামী ১৯ এপ্রিল উত্তরবঙ্গের তিন জেলায় প্রথম দফার নির্বাচন (Lok Sabha Election 2024) জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar)। এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী (Central Force)। তবে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ অব্যাহত বিভিন্ন এলাকায়। কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে না আসলেও পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এসেছে তারাই সাধারণ মানুষকে অভয় দিতে আসরে নেমেছে। বিভিন্ন এলাকা ঘুরে তারা রুট মার্চ চালাচ্ছে।


প্রসঙ্গত লোকসভা নির্বাচনের(Loksabha Vote) প্রায় এক মাস আগে থেকেই রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জেলায় জেলায় ক্যাম্প করা হয়েছে তাঁদের। এর মধ্যেই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের জন্য প্রায় ৩ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে। সেখানে একটি পলিটেকনিক ইনস্টিটিউটশনে ক্যাম্প করে রয়েছেন তাঁরা। 


উল্লেখ্য সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে রবিবার সকাল সকাল বানারহাটের সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতে আংরাভাসা এলাকায় ৪৮ নং এশিয়ান হাইওয়ে ধরে আংরাভাসা স্কুল অর্থাৎ ওই এলাকার ভোটগ্রহণ কেন্দ্র ধরে বিভিন্ন এলাকায় রুট মার্চ করে ধূপগুড়ি থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সকলে নির্ভয়ে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে বলেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখে রীতিমত খুশি সাধারণ মানুষ।


তবে রাজ্যের প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে এখনও অনিশ্চিত নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, প্রথম দফার তিনটি আসনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে প্রায় ৩৫০ কোম্পানি বাহিনী(central Force) প্রয়োজন। সেটা প্রায় অসম্ভব বলেই সূত্রের খবর। 


upload
upload