Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Dinhata: মহিলারা এগিয়ে এলেন, মন্ত্রী পালিয়ে গেলেন 



Sweta Chakrabory | 17:56 PM, Fri Apr 19, 2024

নিউজ ডেস্ক: নিজের এলাকায় বিক্ষোভের মুখে পড়ে কার্যত পালিয়ে বাঁচলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার (Dinhata) বিধায়ক উদয়ন গুহ। এদিনের ছবি মনে করিয়ে দেয় সন্দেশখালির স্মৃতি। কোচবিহারের ভেটাগুড়ি এলাকায় এলাকার মহিলাদের বিক্ষোভের মুখে পুলিসকে সঙ্গী করে এলাকা ছেড়ে পালিয়ে যান উদয়ন বাবু (Udayan Guha)। এলাকার এক পঞ্চায়েত সদস্যকে আটক করার প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ।

ওই পঞ্চায়েত সদস্য আবার বিজেপি (BJP) নেতা। তাঁকে গ্রেফতার করা হয়ে জানায় পুলিশ। এর পরেই প্রতিবাদ শুরু করেন স্থানীয় মহিলারা। উদয়ন গুহর অঙ্গুলিহেলনে এসব করা হয়েছে বলে তাঁদের মত। উদয়ন বাবু এর পর জোর দেখাতে ওই এলাকায় এসেছেন বলে চেঁচাতে শুরু করে প্রতিবাদীরা। তাঁরা বিক্ষোভ শুরু করেন।

স্থানীয় মহিলাদের বক্তব্য, “এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। উদয়ন গুহ ভোট নিজের মত ভোট করানর জন্য পুলিশকে বলে পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করিয়ে দিয়েছেন।”

তিনি এলাকায় আসার পরেই এলাকার পরিস্থিতি অশান্ত হতে শুরু করে। প্রসঙ্গত ভোটের আগে দাপিয়ে বেরিয়েছিলেন উদয়ন গুহ। এই দিনও বিভিন্ন জায়গায় তিনি দাপিয়ে বেড়ান। কিন্তু এলাকার মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে যেভাবে পালিয়ে গেলেন তাতে তাঁর কতটা ইজ্জত শেষ রইল তা প্রশ্নাতীত। যদিও উদয়ন বাবুর বক্তব্য, “বিজেপির সাজানো বিক্ষোভ। কাউকেই গ্রেফতার করার নির্দেশ দেইনি। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা ভেবে গ্রেফতার করেছে বিজেপির ওই পঞ্চায়েত সদস্যকে।”

পাল্টা নিশীথ প্রমাণিক (Nisith Pramanik) বলেন, “মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন মা বোনেদের ঝাঁটা হাতে তৈরি থাকলে। মা বোনেরা তৈরি আছে। এবার উনি দেখুক মা বোনেরা এগিয়ে এলে কেমন লাগে। গোটা বাংলায় ধীরে ধীরে সন্দেশখালি হয়ে উঠছে। উদয়ন গুহ যেখানেই যাচ্ছেন অশান্তি করছেন। তাই মহিলারা বিক্ষোভ দেখাবেই।”

upload
upload