Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Dilip Ghsoh: সুনীল মণ্ডল কী বিজেপিতে? কী বললেন দিলীপ ঘোষ

Sweta Chakrabory | 13:07 PM, Fri Apr 19, 2024

 নিউজ ডেস্ক: তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে গেলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার রাতে বর্ধমানের উল্লাসে সুনীল মণ্ডলের বাড়িতে পৌঁছন দিলীপ। দু’জনের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় কথা হয়। প্রসঙ্গত দিলীপ ঘোষের জন্মদিন উপলক্ষে কেক কাটারও ব্যবস্থা করেছিলেন সুনীল মণ্ডল। তবে বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেছেন সুনীল এবং দিলীপ দুজনেই।

লোকসভা নির্বাচন চলাকালীন দলের কর্মসূচিতে দেখা যাচ্ছে না সুনীল মণ্ডলকে। তিনি বলেন, “দল ডাকেনি তাই নামিনি।” বর্ধমান শহরে ঢোকার মুখেই দু-নম্বর জাতীয় সড়কের পাশে সাংসদ সুনীল কুমার মণ্ডলের বাড়ি, বাড়ির নাম অভিযান। কী কারণে সুনীল মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ দিলীপ ঘোষ বলেন, “ সুনীলদা আমার পুরোনো বন্ধু। আমার জন্মদিন ছিল কেক কাটল, খাওয়াল আমাকে। কিছুই করছেন না। কী রাজনীতির কথা বলব। আমি না অনুরোধ করতেই চলে এসেছিল এখন দেখা যাক কী করে কোথায় যায়।”

প্রসঙ্গত বর্ধমানের কার্জনগেট চত্ত্বরে বিজেপির পতাকা ছেঁড়া হয়। এনিয়ে শুরু হয় অশান্তি। এপ্রসঙ্গে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, “এসব ছিঁচকে চোরের মত কোথাও দেওয়াল মুছে দিচ্ছে। পতাকা ছিঁড়ে দিচ্ছে। এসব করে ভোট হয়? যারা লড়তে পারেনা এই ধরনের করে। বেশিদিন চলবে না ঠিক হয়ে যাবে। আমরাও দেখছি পুলিশ কি করছে নাহলে বাকিটা আমরা করব।”

অন্যদিকে প্রথম দফা ভোটের আগে বিভিন্ন জায়গায় অশান্তি। সকাল থেকেই শুরু হয়েছে অশান্তি। রাজ্যের প্রথম দফার ভোটে কোচবিহারে। সকাল সাতটা থেকে শুরু হয়েছে নির্বাচন। এখনও পর্যন্ত ভোটের যা অভিযোগ, প্রায় সবই এই জেলা থেকে। রাজখরা, চান্দিমারি-সহ জেলার একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। শীতলকুচি থেকেও তৃণমূল-বিজেপির সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, “পুরোনো অভ্যাস। কোথাও বোম পাওয়া যাচ্ছে। বন্দুক পাওয়া যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে এবার পশ্চিমবঙ্গের ভোট শান্তিপূর্ণ হবে। যেমন রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে। টিএমসির অভ্যাস ঝগড়া করা, ভয় দেখানোর চেষ্টা। মানুষ বুঝে গেছে জবাব দেবে।”

শীতলকুচি প্রসঙ্গে তিনি বলেন, “শীতলকুচি, সিতাই, দিনহাটা উদয়ন গুহর জায়গা, গণ্ডগোল হবেই। ওরা যেকটা আছে গণ্ডগোল করে। গতবারের শিতলকুচি, সীতাইয়ের ক্যাণ্ডিডেট এবারের লোকসভার ক্যাণ্ডিডেট হয়েছে, সে লোকসভা ভোটের পরে পালিয়ে গিয়েছিল এলাকা ছেড়ে, ছ'মাস আসেনি। আমরা বলেছিলাম কাউকে তাড়াব না আমরা। দিনহাটা কোচবিহারে বাংলাদেশ থেকে গুণ্ডা নিয়ে আসা হয়, উৎপাত করা হয়। তারপরেও শীতলকুচি বিধানসভায় আমরা জিতেছি। সব জায়গায় লিড পাব জিতব।

upload
upload