Sunday, December 22, 2024

Logo
Loading...
google-add
keya becomes kali

Face Painting of Kali: গৌরবের প্রচেষ্টায় মানবী থেকে ক্ষণিকের বড় মা হয়ে উঠলেন কেয়া

Pankaj Kumar Biswas | 19:18 PM, Fri Nov 10, 2023

নিউজ ডেস্ক: মা কালীর প্রতি শ্রদ্ধা ও ভক্তি জানানোর উদ্দেশ্যে রানাঘাটে চিত্রশিল্পী গৌরব সরকার নারী মুখে ফুটিয়ে তুললেন বড়মার অবয়ব। এ যেন অন্য রকম ভাবনা। শিল্প আর বিশ্বাস মিলিয়ে অন্য রকম ভাবনা। মানুষ রূপে বড়মা যদি সামনে আসেন? কথাটা বাস্তবের সঙ্গে মিল না থাকলেও যেন এমনই ঘটনা রানাঘাটে ঘটল।

মা কালী মায়ের পুজো আর উত্তর ২৪ পরগনার নৈহাটি বড়মার প্রতি শ্রদ্ধা ও ভক্তি জানানোর জন্যেই রানাঘাটে চিত্রশিল্পী গৌরব সরকার নারী মুখে ফুটিয়ে তুললেন বড়মার অবয়ব। নৈহাটির বড়মা এ বছর শতবর্ষে পদার্পণ করলেন। গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে অত্যন্ত বিখ্যাত দেবী বড়মা। প্রত্যেক বছর কালীপুজোর সময় লক্ষ লক্ষ ভক্তরা বড়মার কাছে আসেন কেউ বড়মাকে শুধুই চোখ ভরে দেখতে কেউ বা পুজো দিতে। দিন যত যাচ্ছে নৈহাটির বড়মার মাহাত্ম্য ততই বিস্তার লাভ করছে গোটা দুনিয়ায়। এ বছরও তার ব্যতিক্রম নয়, হাতেগোনা দিন বাকি কালীপুজোর, ইতিমধ্যেই বড়মার একবার দর্শন পেতে ভক্তের ঢল নেমেছে নৈহাটিতে ।

এরই মাঝেদিয়ার রানাঘাট তালপুকুর পাড়ার বাসিন্দা চিত্রশিল্পী গৌরব সরকার মানবী বড় মা ফুটিয়ে তুললেন। তার বহু দিনের ইচ্ছে ছিল বড়মার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা কোন জীবন্ত নারীর ওপরে। এরপরেই অল্প অল্প করে সে সমস্ত সাজ সরঞ্জাম জোগাড় করে তার বান্ধবীর মুখে ফুটিয়ে তোলেন বড় মায়ের অবয়ব। হঠাৎ করে কেউ যদি দেখেন চোখ ধাঁধিয়ে যেতে পারে। তার এমন শিল্পকর্মকে ইতিমধ্যেই প্রশংসা করেছেন রানাঘাটের অনেক বাসিন্দা। তবে এমন কর্মকান্ড করতে সময় যেমন লেগেছে। পাশাপাশি প্রয়োজন ধৈর্য্য। প্রায় ১ঘণ্টা বসে সেই বান্ধবী মানবী থেকে এই বড়মা সেজেছেন। তবে এই ধরনের সাজ তার কাছে গর্বের ও গুরুজনদের আশীর্বাদ বলেন কেয়া দাস।


উল্লেখ্য, কালীপুজোর আগেই উদ্বোধন হয়ে গিয়েছে নৈহাটির বড় মা কালীর স্থায়ী নতুন মন্দিরসকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কষ্টি পাথরের বড়মার মূর্তিও। মন্দিরের কাছেই তৈরি হচ্ছে বড়মার সুবিশাল মাটির মূর্তি, প্রতিবছর এই মূর্তিতেই বড়মাকে পুজো করা হয়। ভক্তরা সারা বছর নতুন মন্দিরে বড়মার কাছে পুজো দিতে পারবেন তিন বেলা। বড়মার ভক্ত তাই গৌরব কালীপুজো উপলক্ষ্যে তার বান্ধবীর মুখে ফুটিয়ে তোলা শিল্পকর্ম বড়মাকে উৎসর্গ করলেন। কেয়ার মুখে ফেসপেন্টিং করে রূপ দান করলেন বড়মার। 

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

সংস্কৃতি

দেশান্তরের ইতিকথা

google-add

অন্যান্য

google-add
google-add

লোকাচার

google-add
google-add