Wednesday, October 23, 2024

Logo
Loading...
google-add
nargish mohammodi

Nobel Prize 2023: ইরানের মহিলাদের উপর হওয়া অত্যাচারের লড়াই করেছেন তিনি, জেলে বসেই নোবেল শান্তি পুরস্কার পেলেন নার্গিস মহম্মদি

| 16:31 PM, Fri Oct 06, 2023

নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরে একের পর এক নোবেল পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরেক নাম। এই বছর নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন ইরানের সমাজ কর্মী নার্গিস মহম্মদি। বেশ কিছুদিন ধরেই বিশ্বে পরিচিত নাম হয়ে উঠেছেন নার্গিস। আদপে ইরানের বাসিন্দা নার্গিস বহু বছর ধরেই মানবাধিকার নিয়ে লড়াই করছেন। এবার তার জন্যই পুরস্কার পেলেন তিনি। নোবেল পুরস্কার কমিটি জানিয়েছেন যে, 'নরওয়ের নোবেল কমিটি ঠিক করেছেন যে, এই বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে নার্গিস মহম্মদিকে। ইরানে নারীদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে এবং মানবাধিকার ও স্বাধীনতার সপক্ষে যেভাবে তিনি লড়েছেন, যেভাবে আন্দোলন করেছেন এই পুরস্কার তার স্বীকৃতি।' 

ইরানের মহিলাদের উপর বিগত বেশ কিছু বছর ধরে নানা ধরণের নিপীড়ন চলছে। গত বছরেই ঠিকমতো হিজাব না পরার জন্য এক ইরানি তরুণীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল সেখানকার পুলিশের বিরুদ্ধে। তার বিরুদ্ধে সরব হয়েছিলেন স্থানীয় বহু মানুষ। প্রকাশ্য রাজপথে হিজাব পুড়িয়ে ফেলেছেন বহু তরুণী। মহিলাদের উপর হওয়া এই সব অত্যাচারের বিরুদ্ধে ও মানবাধিকার নিয়ে বহুদিন ধরেই লড়াই চালিয়ে যাচ্ছেন নার্গিস। বর্তমানে ইরানেই জেলবন্দি রয়েছেন তিনি। গত বছর নভেম্বর মাসে গ্রেফতার হন নার্গিস। ২০১৯ সালের আন্দোলনে নিহতদের স্মরণসভায় যোগ দেওয়ার সময় তাঁকে গ্রেফতার করেন ইরানের পুলিশ।

৫১ বছর বয়সী এই সমাজকর্মী কার্যত জেলে বসেই নোবেল শান্তি পুরস্কার পেলেন। নার্গিস মহম্মদি এখনও পর্যন্ত ১৩ বার জেলবন্দি হয়েছেন, ৫ বার দোষী সাব্যস্ত হয়েছেন। যদিও এখনো তিনি তাঁর লড়াই চালিয়ে যাচ্ছেন। নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনো। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুযায়ী এই নোবেল পুরস্কার চালু হয়। তাঁর রেখে যাওয়া অর্থমূল্য থেকেই এই পুরস্কার দেওয়া হয়। চলতি বছরের ১০ ডিসেম্বর এই পুরস্কার জয়ীদের হাতে তুলে দেওয়া হবে। 

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

সংস্কৃতি

দেশান্তরের ইতিকথা

google-add

ফিচার

google-add

ধর্ম

google-add
google-add
google-add

লোকাচার

google-add
google-add