Sunday, December 22, 2024

Logo
Loading...
google-add
Mohammad Rafi Death Anniversary

Mohammad Rafi Death Anniversary: পথচারীকে হাতে তুলে দিয়েছিলেন নিজের জুতো! সঙ্গীতশিল্পীর আড়ালে কতটা হৃদয়বান ছিলেন রফি?

Editor | 11:59 AM, Mon Jul 31, 2023

নিউজ ডেস্ক: মৃত্যুর পর শোভাযাত্রায় সামিল হয়েছিলেন প্রায় ১০ হাজার অনুরাগী। এত বড় শোকমিছিল ভারতের ইতিহাসে আর কারো মৃত্যুতে ঘটেছে বলে জানা যায় না। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে মহম্মদ রফি এক অবিস্মরণীয় নাম। আজ থেকে ৪৩ বছর আগে ৩১ জুলাই মাত্র ৫৫ বছর বয়সেই সঙ্গীতজগতে শূন্যতা তৈরি করে চলে গিয়েছিলেন মহম্মদ রফি। অসংখ্য স্মরণীয় গানের পাশাপাশি প্রয়াণবার্ষিকীতে মনে পড়ে তার কোমল হৃদয় চরিত্রটির কথাও। শিল্পী হিসেবে তার খ্যাতি যেমন ছিল তুঙ্গে, মানুষ হিসেবেও মনের দিক থেকে সাচ্চা ছিলেন রফিসাব।

অনেক সঙ্গীত বিশেষজ্ঞের মতে রফি ছিলেন একেবারে স্বয়ংসম্পূর্ণ গায়ক। ‘মোস্ট কমপ্লিট সিঙ্গার’। বলিউডের স্বর্ণযুগে যে সময় রফি নিজের জায়গাটি পাকা করে নিচ্ছেন, সেখানে তার আগে মুকেশ ছিলেন অনেকের পছন্দের তালিকায়। নৌশাদই প্রথম চিনতে ভুল করেননি রফিকে। প্রথম আলাপেই নৌশাদ বুঝেছিলেন রফি ছিলেন আসলে লম্বা দৌড়ের ঘোড়া। ‘পহলে আপ’ ছবিতে ‘হিন্দুস্তান কে হম হ্যায়’ গানের মধ্য দিয়েই বলিউডে হাতেখড়ি হয় রফির। রবীন্দ্র জৈন তাকে ডাকতেন ‘তানসেন’ বলে। বলিউডের ছবির জন্য প্রায় ৪৭০০টি গান গেয়েছিলেন তিনি। সব গানই ‘চিরসবুজ’ যার কোনো এক্সপায়ারি ডেট নেই।


তার একমাত্র কন্যা নাসরীন আহমেদ এক স্মৃতিচারণায় জানিয়েছেন ঠিক কীভাবে একদিন রাস্তার মধ্যেই এক পথচারীকে নিজের জুতো খুলে দিয়েছিলেন মহম্মদ রফি। ২০১৭ সালে ‘স্টার অফ মাইসোর’ নামে এক অনুষ্ঠানে নাসরীন জানান যে একবার বম্বের রাস্তায় গাড়ি চালাতে চালাতে রপফি লক্ষ্য করেন রাস্তার মধ্যে এক পথচারী বম্বের বিশাল গরমে মাটিতে দু’পা রাখতে না পেরে এক পায়ে দাঁড়িয়ে আছেন এবং কিছুক্ষণ পর আবার সেই পা নামিয়ে অন্য পা তুলে রাখছেন। রফি বুঝতেই পারলেন তার পায়ে জুতো নেই, আর তাই এত কষ্ট হচ্ছে সেই পথচারীর। এই দৃশ্য দেখে আর থাকতে পারলেন না রফিসাব। গাড়ি থামাতে বললেন ড্রাইভারকে। তারপর গাড়ি থেকে নেমে নিজের পায়ের জুতোটা খুলে দিয়েছিলেন সেই পথচারীকে। আবার একবার এক সঙ্গীতশিল্পী খান মস্তানাকে রাস্তায় দেখতে পেয়ে তাকে গাড়িতে করে বাড়ি এনে তার স্নান জলখাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন মহম্মদ রফি। এমনকি কাউকে টাকা দিতে হলে কখনোই তিনি নাকি টাকা গুনে দিতেন না। পকেটে হাত দিয়ে যত টাকা বেরোত, সবটাই তুলে দিতেন সাহায্যপ্রার্থীর হাতে। এমন দরাজ দিল গায়ককে সহজেই কি ভোলা যায়! 

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

সংস্কৃতি

দেশান্তরের ইতিকথা

google-add

অন্যান্য

google-add
google-add

লোকাচার

google-add
google-add