Wednesday, October 23, 2024

Logo
Loading...
google-add
Narendra_Modi_Droupadi_Murmu_Tweet_Chandryaan-3

Chandrayaan-3: নির্ধারিত সময়ের আগেই পৃথিবীর কক্ষপথে চন্দ্রযান-৩, শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী


Editor | 18:00 PM, Fri Jul 14, 2023

নিউজ ডেস্ক: গোটা বিশ্বকে সাক্ষী রেখে উৎক্ষেপণ সফল হলো 'চন্দ্রযান-৩'-এর। বাহুবলী LVM-3 সঠিকভাবে পালন করল তার কর্তব্য। সূত্রের খবর, ইসরোর নির্ধারিত ১৬ মিনিটের আগেই পৃথিবীর বাইরের কক্ষপথে পাড়ি জমিয়েছে চন্দ্রযান। ক্রায়োজনিক ইঞ্জিন কাজ শুরু করার পর রকেটের গতিবেগ হয়েছে ঘণ্টায় প্রায় ৩৭০০০ কিলোমিটার। চাঁদের কক্ষপথের দিকে দ্রুতবেগে এগিয়ে চলেছে চন্দ্রযান। 

সফল উৎক্ষেপণের পর থেকে দেশ-বিদেশ থেকে আগত শুভেচ্ছাবার্তার বন্যায় ভেসে যাচ্ছে ISRO। ফ্রান্স সফর থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, 'চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ-বিজ্ঞানে একটি নতুন অধ্যায় রচনা করছে। এটি প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষার ফসল। এই গুরুত্বপূর্ণ কীর্তি আমাদের বিজ্ঞানীদের নিরলস নিষ্ঠার প্রমাণ। আমি তাঁদের এই নিঃস্বার্থ আত্মত্যাগকে সম্মান জানাচ্ছি।' 

শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুও। ISRO কে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,'এই সাফল্য মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তিতে অগ্রগতির জন্য সমগ্র জাতির অটল প্রতিশ্রুতির প্রমাণ দেয়। চন্দ্র অভিযানের সাফল্যের জন্য আমার শুভেচ্ছা।' উৎক্ষেপণের পর ইসরো-প্রধান এস সোমনাথ জানান, সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আনুমানিক ২৩ আগস্ট বিকেল ৫.৪৭ মিনিটেই চাঁদের মাটিতে পা রাখবে ল্যান্ডার। আপাতত, আগামী ২৩ আগস্ট তারিখের দিকে অধীর আগ্রহে চেয়ে থাকবে ভারতবাসী, সেই সঙ্গে গোটা বিশ্ব।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

সংস্কৃতি

ফোকাস

google-add

অন্যান্য

google-add

ধর্ম

google-add
google-add
google-add

লোকাচার

google-add
google-add