Sunday, December 22, 2024

Logo
Loading...
google-add
CID alert on Short URL Phising

Cyber Crime: লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ! ‘শর্ট ইউআরএল’ নিয়ে সতর্কতা জারি করল সিআইডি

Editor | 14:19 PM, Fri Jul 14, 2023

নিউজ ডেস্ক: সাইবার ক্রাইম নিয়ে বেশ কয়েক বছর ধরেই নানা তরফে গুঞ্জন চলছে। লিঙ্ক ক্লিক করলেই প্রতারণার শিকার হচ্ছেন মানুষ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চুরি হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা। এক নিমেষে সর্বনাশের পথে মানুষ। এবার সেই লিঙ্ক নিয়েই সতর্কতা জারি করল সিআইডি। ‘শর্ট ইউআরএল’ নিয়ে সতর্কতা জারি করল সিআইডি। বেশ কিছুদিন ধরে চলা সাইবার জালিয়াতির ঘটনার নিরিখে এবার কলকাতা, বিধাননগর, দুর্গাপুর, আসানসোল, মালদা, শিলিগুড়ি ইত্যদি জায়গায় সচেতনতা জারি করা হয়েছে ইতিমধ্যেই।

শর্ট ইউআরএল বিষয়টি কী? আদপে যে কোনো লিঙ্ককে সংক্ষিপ্ত করার জন্য ইন্টারনেটে ব্যবহার করা হয় দুটো পদ্ধতি - bit.ly এবং goo.gl। এর মাধ্যমে বড় লিঙ্ককে খুব সহজেই ছোট করে নেওয়া যায়। তবে এর মাধ্যমে লিঙ্ক সংক্ষিপ্ত করে নিলে পরে আদপে ঐ সংক্ষিপ্ত লিঙ্ক কোথায় নিয়ে গিয়ে ফেলবে মানুষকে তা বোঝা যায় না আগে থেকে। ওয়েব অ্যাড্রেস থেকে সরাসরি খুব সহজেই নির্দিষ্ট ওয়েবসাইটে চলে যাওয়া যাবে। এখানেই সব সমস্যার উৎপত্তি। সাইবার অপরাধীরা এই শর্ট ইউআরএলগুলিই ব্যবহার করে থাকেন অপরাধমূলক কাজের জন্য। এর মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসের মধ্যে আপত্তিকর সফটওয়্যার ডাউনলোড করে দেওয়া যায় যা থেকে ব্যবহারকারীর সব তথ্য সহজেই জানতে পারা যায়। আর তা থেকেই সাইবার জালিয়াতির সূচনা।

আরও পড়ুন: Elon Musk: এবার ChatGPTকে টেক্কা দিতে ময়দানে ইলনের নতুন AI সংস্থা

সিআইডি সতর্কতা জারি করে জানিয়েছে, ‘শর্ট ইউআরএল দেখলে একদম ক্লিক করবেন না। ইন্টারনেটে এমন অনেক ইউআরএল এক্সপ্যান্ডার পাওয়া যায় যা দিয়ে সেই লিঙ্কটি আদৌ নিরাপদ কিনা তা যাচাই করে নেওয়া যায়। যদি প্রয়োজন পড়ে আগে যাচাই করে তারপর সেই লিঙ্কে ক্লিক করাই বাঞ্ছনীয়।’ 

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

সংস্কৃতি

দেশান্তরের ইতিকথা

google-add

অন্যান্য

google-add
google-add

লোকাচার

google-add
google-add