Saturday, December 21, 2024

Logo
Loading...
google-add

Bahurupi: দুর্গাপুজোর বক্স অফিস কাঁপাচ্ছে ‘বহুরূপী’, ১ ঘণ্টায় ২০০০-এর বেশি টিকিট বিক্রি!

Sweta Chakrabory | 15:15 PM, Sat Oct 12, 2024

নিউজ ডেস্ক: দুর্গাপুজোর বক্স অফিস কাঁপাচ্ছে ‘বহুরূপী’ (Bohurupi)। পুজোর মরশুমের বক্স অফিসের দিকে বরাবরই নজর থাকে। এবারও তিন-তিনটে পুজো রিলিজ টলিউডের। দেব-সৃজিতের ‘টেক্কা’, আবির-শিবপ্রসাদের ‘বহুরূপী’ এবং মিঠুন-সোহমের ‘শাস্ত্রী’। আর সেই দৌড়েই বেড়ে খেলছে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘বহুরূপী’। 

প্রমাণ রেকর্ড হারে টিকিট বিক্রি ‘বহুরূপী’-র। প্রতি ঘণ্টায় এক হাজারের বেশি টিকিট বিক্রি হচ্ছে ‘বহুরূপী’র। গত ২৪ ঘণ্টায় সাড়ে ২৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। প্রযোজনা সংস্থার দাবি, যা কিনা বাকি দুটি টলিউডের পুজো রিলিজের থেকে অনেক বেশি। এবার সমস্ত রেকর্ড ভেঙে দিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবি। ষষ্ঠীর রাতেই প্রায় ১৯ হাজার টিকিট বিক্রির রেকর্ড গড়ল ‘বহুরূপী’। ৭৫টি শো হাউজফুল। অর্থাৎ দিন যত গড়াচ্ছে, নন্দিতা-শিবপ্রসাদের এই সিনেমার ক্রেজ যেন সিনেদর্শকদের মধ্যেই ক্রমাগত বেড়েই চলেছে। তার প্রমাণ রেকর্ড হারে টিকিট বিক্রি।

এ প্রসঙ্গে শিবপ্রসাদ জানিয়েছেন, “খুবই আনন্দের। এই সিনেমায় আমরা অনেক নতুন এক্সপেরিমেন্ট করেছি। এবং এখনও পর্যন্ত উইন্ডোজ-এর সবথেকে বড় বাজেটের সিনেমা ‘বহুরূপী’। দর্শকের কাছে এই সিনেমা যেভাবে গ্রহণযোগ্য হয়েছে, তাতে আমরা সত্যিই আপ্লুত। বাংলা সিনে ইন্ডাস্ট্রির কাছেও একটা বড় প্রাপ্তি বলা যেতে পারে। ‘বহুরূপী’র এমন সাফল্য আমাদের সাহস জোগাল। এর পর হয়তো ভিন্ন ধরণের সাবজেক্ট নিয়ে সিনেমা বানাতে হলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আমাদের উইন্ডোজ-এর কেরিয়ারে আজ পর্যন্ত সবথেকে বেশি ব্যবসা করা সিনেমা ‘বহুরূপী’। যা কিনে রিলিজের মাত্র ৪ দিনেই সম্ভব হয়েছে।”

জমজমাট অ্যাকশনে ভরপুর বহুরূপী। ধুরন্ধর ‘ব্যাঙ্ক ডাকাত’-এর চরিত্রে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে (Shiboprosad Mukherjee)। সৎ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। ছবির ট্রেলারে দেখা গিয়েছে, শিবপ্রসাদ অর্থাৎ বিক্রমের চরিত্রকে সাধারণ চাকুরিজীবী মানুষ থেকে ধুরন্ধর ডাকাতে পরিণত হওয়ার সেই কাহিনী। এবার বহুরূপীকে (Bohurupi ) পর্দায় তুলে ধরেছেন পরিচালক শিবপ্রসাদ মুখ্যোপাধ্যায় ও নন্দিতা রায়।


google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

Education

google-add

Politics

google-add
google-add
google-add

State News

google-add
google-add