Saturday, December 21, 2024

Logo
Loading...
google-add

Kanchan mallick: বলিউডে পা কাঞ্চনের! কাজ করছেন বিদ্যা বালন, কার্তিক আরিয়ানের সঙ্গে

Sweta Chakrabory | 18:33 PM, Wed Oct 09, 2024

নিউজ ডেস্ক: বাংলা কাঁপিয়ে এবার বলিউডে পা রাখতে চলেছেন কাঞ্চন মল্লিক (Kanchan mallick)। নতুন ছবি 'ভুলভুলাইয়া ৩' (Bhool Bhulaiyaa 3)-তে দেখা যাবে কাঞ্চন মল্লিককে। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর শেয়ার করে নিয়েছেন তিনি, তবে একটু অন্যভাবে। বলিউড থেকে কাঞ্চনের জন্য একটি উপহার এসেছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়ে তিনি এই খবর শেয়ার করে নিয়েছেন।

এদিন কাঞ্চন মল্লিক তাঁর (Kanchan mallick) ফেসবুক পেজে লিখেছেন, "আমি গত ৩৩ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। প্রচুর ভালবাসা পেয়েছি, সম্মান পেয়েছি। তবে যখন একটা অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলাম, মনে হচ্ছিল কেরিয়ারের প্রথম দিনটা আবার যেন ফিরে এসেছে। কিন্তু যখন সেটে পৌঁছলাম, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মতোই প্রত্যেকটা মানুষ আমায় আপন করে নিলেন। এটা আমার কাছে অন্যতম প্রাপ্তি। একজন অভিনেতা হিসেবে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই।" কাঞ্চন (Kanchan Mallick) এরপর লেখেন, ‘আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাকে একজন অভিনেতা করে পাঠানোর জন্য। একজন ছোট অভিনেতাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। একই রকম ভাবে আমার আরেকটি নতুন কাজের জন্যও আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চাই। সমগ্র ভুলভুলাইয়া ৩ টিমকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে কাজ করার জন্য’।

প্রসঙ্গত, 'ভুলভুলাইয়া ৩-তে কাঞ্চন (Kanchan mallick) ছাড়াও রয়েছেন আরেক বাঙালি, তিনি হলেন প্রান্তিকা দাস। বিদ্যা বালান, কার্তিক আরিয়ানের মতো তাবড় তাবড় অভিনেতারা রয়েছেন এই ছবিতে। উল্লেখ্য, হরর কমেডি ‘ভুল ভুলাইয়া ৩’(Bhool Bhulaiyaa 3) -র টিজার ইতিমধ্যেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। কার্তিক (Katrik Aryaan), বিদ্যা (Vidya Balan),তৃপ্তি ছাড়াও গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র এবং অশ্বিনী কালসেকরও। জানা গিয়েছে, মাধুরী দীক্ষিত থাকছেন অতিথি শিল্পী হিসেবে। সব ঠিকঠাক থাকলে দীপাবলিতেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। তবে 'ভুলভুলাইয়া ৩'-তে কেমন চরিত্রে তাঁকে দেখা যাবে, তা এখনও খোলসা করেননি তিনি।

তবে কাঞ্চনের এই সুখবরে খুশি তাঁর ভক্তরাও। ইদানিং ব্যক্তিগত জীবন এবং তাঁর কিছু মন্তব্যের জন্য ট্রোলড হলেও অভিনেতা হিসেবে কাঞ্চনকে (Kanchan mallick) পছন্দ করেন অনেকেই। এত বছর ধরে বাংলায় তাঁর কাজ প্রশংসিত হয়েছে। এবার বলিউডে তিনি কেমন অভিনয় করেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add