Saturday, December 07, 2024

Logo
Loading...
google-add

Partha Chatterjee: দু'বছর দু'মাস অতিক্রান্ত, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন পার্থর


Sweta Chakrabory | 16:59 PM, Tue Oct 01, 2024

নিউজ ডেস্ক: অনুব্রত মণ্ডলের জামিনের পরেই এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়। সব পক্ষকে নোটিস ইস্যু করল শীর্ষ আদালত। অনুব্রত মণ্ডলের পর এবার কি তবে জামিন পেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়? (Partha Chatterjee) জানা গিয়েছে, মঙ্গলবার তাঁর হয়ে শীর্ষ আদালতে আবেদন করেন আইনজীবী মুকুল রোহতগি। জামিন মামলা গ্রহণ করে বিচারপতিরা নিম্ন আদালতকে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে বলে খবর। পুজোর পর প্রথম কাজের দিন মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। পার্থের (Partha Chatterjee) ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। অন্যদিকে, বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্‌স’ আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ইডি। পার্থ-অর্পিতার ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁদের।

সম্প্রতি কলকাতা হাইকোর্টেও পার্থর জামিনের প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের কথা ওঠে। গরুপাচার মামলায় দু'বছর জেলবন্দি থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন বীরভূমে তৃণমূলের সভাপতি অনুব্রত। পুজো মিটলেই আবারও রাজনীতিতে আগের ভূমিকায় তাঁকে দেখা যাবে বলে জানিয়েছেন। এদিন হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রায় সেই প্রসঙ্গ টানেন। জামিন পেলে আবারও পার্থ পদে পুনর্বহাল হতে পারেন বলে মন্তব্য করেন তিনি। বীরভূমের উদাহরণও দেন। তবে এর পাল্টা পার্থর (Partha Chatterjee) আইনজীবী জানিয়েছিলেন, দু'বছরের বেশি সময় ধরে জেলবন্দি পার্থ। এর পর আর কাউকে পাশে পাবেন বলে মনে হয় না। শুধু তাই নয়, তাঁর মক্কেলের চেয়ে অনুব্রত অনেক বেশি ক্ষমতাশালী বলেও মন্তব্য করেছিলেন পার্থর আইনজীবী।

আসলে সম্প্রতি, একাধিক হেভিওয়েট নেতারা, যেমন অরবিন্দ কেজরিবাল, মণীশ শিশোদিয়া-সহ একাধিক নেতা মন্ত্রী জামিন পেয়েছেন। প্রত্যেকের ক্ষেত্রেই একটা বিষয় আইনজীবীরা জোর দিয়ে সওয়াল করেছেন, তদন্ত প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘায়িত হচ্ছে। তদন্ত কবে শেষ হবে, সেটা স্পষ্ট নয়। ফলে অন্ততকাল অভিযুক্তরা জেলে থাকতে পারেন না। হাইকোর্ট, সর্বোপরি সুপ্রিম কোর্টও এই বিষয়টিকে মান্যতা দিচ্ছে। আর এই যুক্তিতেই হেভিওয়েটদের জামিন মঞ্জুর হয়েছে। তাই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

State News

google-add
google-add