Laxmi Puja at Tarapith: তারাপীঠে আজ দেবীর আরাধনা লক্ষ্মীরূপে, ভক্তের ঢল মন্দির চত্বরে
নিউজ ডেস্ক: তারাপীঠে আজ তারা মায়ের আর্বিভাব তিথি। তাই তারাপীঠ মন্দিরে প্রতি বছর কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী রূপে মা তারাকে (Laxmi Puja at Tarapith) আরাধনা করা হয়৷ তাই পুজো উপলক্ষে এই সময় ভক্ত সমাগমে পরিপূর্ণ রয়েছে মন্দির চত্বর। গত দুদিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত পবিত্র এই সিদ্ধপীঠে এসে উপস্থিত হয়েছেন।
বুধবার ভোরে শুক্লা চতুর্দশী তিথিতে সূর্যোদয়ের পর মাকে গর্ভগৃহ থেকে বিশ্রাম মন্দিরে আনা হয়েছে । জীবিতকুণ্ড থেকে জল এনে স্নান করানোর পর মাকে রাজবেশে সাজানো হয়েছে । সারাদিন মায়ের পুজো চলবে এবং ভক্তরা মাকে স্পর্শ করে পুজো দিতে পারবেন, যা বছরে একবারই হয়ে থাকে। সন্ধ্যায় দেবীকে গর্ভগৃহে ফিরিয়ে এনে লক্ষ্মীরূপে পুজো করা হবে। বিশেষ দিনটির ঐতিহ্য অনুযায়ী, আজ দেবীর কোনও অন্নভোগ হয় না, ফলে তারাপীঠের সেবায়েতরাও এই দিন অন্ন গ্রহণ থেকে বিরত থাকেন।
জানা যায় পাল রাজত্বকালে জয়দত্ত সদাগর মায়ের শিলামূর্তি উদ্ধার করে প্রথম পুজো শুরু করেন। সেই থেকে এই তিথি তারা মায়ের আর্বিভাব তিথি হিসেবে পালিত হচ্ছে। সন্ধ্যায় পুনরায় স্নান করিয়ে গর্ভগৃহে প্রবেশ করানো হবে। এর পর দেবী রাজরাজেশ্বরী রূপে লক্ষ্মী মূর্তিতে পূজিত হবেন। যেহেতু তারা মা সিদ্ধ মা তাই তাকেই সব দেবী (Laxmi Puja at Tarapith)রূপে পুজো করা হয়। রাতের বিশেষ ভোগে খিচুড়ি, পোলাও, পাঁঠার মাংস, মিষ্টি, পায়েস ও দই নিবেদন করা হবে।
উল্লেখ্য, তারাপীঠ মন্দিরে মা তারাকে বাদ দিয়ে কোনও মূর্তি পুজোর চল নেই৷ মহাপীঠ তারাপীঠে তারা মা-কেই দুর্গা, কালী, জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়৷ একই ভাবে আজকের দিনে মা তারা পূজিত হন মা লক্ষ্মী রূপে৷ এ দিন তারাপীঠ মন্দিরে দু' বার আরতি করা হয়৷ প্রথমে নিয়মিত সন্ধ্যা আরতির পর পূর্ণিমা উপলক্ষে আরতি করা হয়৷
এদিন মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো৷ তবে উৎসবের ভিড় সামলাতে ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে। অন্যদিকে, পুলিশ প্রশাসনের তরফেও কড়া নিরাপত্তা ব্যাবস্থার আয়োজন করা হয়েছে।
Birbhum: বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে কীর্তন চলাকালীন রমজানের নেতৃত্বে হামলা
Birbhum: বৃহস্পতিবারও সকাল থেকে রাজ্য জুড়ে চলছে হকার উচ্ছেদ অভিযান, তুলকালাম বীরভূমে
Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যায় সেজে উঠেছে কঙ্কালীতলা, কথিত আছে এই তীর্থে এলে মনস্কামনা পূর্ণ হয়
Anubrata Mondal: ২ বছর পর বাড়ির পথে অনুব্রত, 'দিদির সঙ্গে সাক্ষাৎ' আজই? কী জানালেন কেষ্ট?
Laxmi Puja at Tarapith: তারাপীঠে আজ দেবীর আরাধনা লক্ষ্মীরূপে, ভক্তের ঢল মন্দির চত্বরে