Anubrata Mondal: ২ বছর পর বাড়ির পথে অনুব্রত, 'দিদির সঙ্গে সাক্ষাৎ' আজই? কী জানালেন কেষ্ট?
নিউজ ডেস্ক: অবশেষে আঠেরো মাস পর কলকাতা ফিরলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল। বীরভূমের নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন দলের কর্মী সমর্থকরা। এরপর সেখান থেকে রওনা দেন বাড়ির উদ্দেশ্যে।
এদিন কলকাতায় নেমেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনুব্রত (Anubrata Mondal)। তিনি জানান শারীরিক সমস্যার কথা। পায়ে ও কোমরে ব্যথার কথাও জানান। কেষ্ট বলেন, ''আমি ভালো আছি। মমতা বন্দ্য়োপাধ্যায়ের আর্শীবাদে সুস্থ আছি। দিদির পাশে আছি।''
উল্লেখ্য, ২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে তাঁকে গ্রেফতার করে ইডিও। পরের বছর তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করে ইডি। এর পর তিহাড়ে ঠাঁই হয়েছিল বাবা-মেয়ের। কিছু দিন আগে সিবিআইয়ের করা মামলা থেকে জামিন পান অনুব্রত (Anubrata Mondal)। তবে ইডির মামলায় জেলবন্দি ছিলেন। গত শুক্রবার সেই মামলাতেও জামিন পান তিনি। কিন্তু আইনি জটে আটকে ছিল তিহাড় জেল থেকে মুক্তি। সোমবার সেই বাধাও কেটে গেল। অবশেষে প্রায় দু’বছর পর জেল থেকে মুক্তি পেলেন তিনি। অনুব্রতের আগে জামিন পেয়েছিলেন তাঁর কন্যা সুকন্যাও।
ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা বেষ্টনী রয়েছে তাঁকে ঘিরে। বোলপুরে পৌঁছনোর আগে, অনুব্রত মণ্ডলের নিচু পট্টির বাড়ি মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে। তৃণমূল নেতাকে স্বাগত জানাতে তাঁর বাড়ির সামনে ভিড় করেছে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূলের নেতা কর্মীরা। ফুলের মালা নিয়ে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জন্য অপেক্ষা করছেন তাঁরা।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালেই বোলপুরে পৌঁছেছেন অনুব্রত (Anubrata Mondal)। ঘটনাচক্রে বীরভূম জেলার বন্যা পরিস্থিতি দেখতে আজ বীরভূমে থাকার কথা মুখ্যমন্ত্রীরও। এই আবহে দলনেত্রীর সঙ্গে কি অনুব্রতের সাক্ষাত্ হতে পারে? এই প্রশ্নের উত্তরে অনুব্রত জানান, দিদি'র সঙ্গে দেখা হতে পারে আজই। বললেন, ''আজ দিদি আসছেন। শরীর ভাল থাকলে দেখা হবে। দিদির জন্য সবসময় আছি।''
Birbhum: বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে কীর্তন চলাকালীন রমজানের নেতৃত্বে হামলা
Birbhum: বৃহস্পতিবারও সকাল থেকে রাজ্য জুড়ে চলছে হকার উচ্ছেদ অভিযান, তুলকালাম বীরভূমে
Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যায় সেজে উঠেছে কঙ্কালীতলা, কথিত আছে এই তীর্থে এলে মনস্কামনা পূর্ণ হয়
Anubrata Mondal: ২ বছর পর বাড়ির পথে অনুব্রত, 'দিদির সঙ্গে সাক্ষাৎ' আজই? কী জানালেন কেষ্ট?
Laxmi Puja at Tarapith: তারাপীঠে আজ দেবীর আরাধনা লক্ষ্মীরূপে, ভক্তের ঢল মন্দির চত্বরে