Farmers Protest: নির্বাচনের আঁচ শুরু আগেই তপ্ত কৃষক আন্দোলন! কতটা প্রভাব পড়বে জাতীয় রাজনীতিতে?
নিউজ ডেস্ক: সামনেই লোকসভা ভোট। আর তার আগেই ফের ভোটের মুখে দিল্লি চলো ডাক কৃষকদের। তবে সারা দেশের নয়। মূলত পাঞ্জাব হরিয়ানার কৃষকরা মঙ্গলবার থেকে দিল্লির বুকে কৃষক আন্দোলন শুরু করার। ডাক দিয়েছিলেন। এদিন শম্ভু সীমান্তে আন্দোলনকারী কৃষকদের হঠাতে মুহুর্মুহু কাঁদানে গ্যাসের গোলা ছাড়ল পুলিশ। এমনকি ড্রোণ থেকেও কাঁদানে গ্যাসের গোলা ছাড়ে পুলিশ। এর আগে কাঁদানে গ্যাসে গোলা ড্রোণ থেকে ছোঁড়ার ঘটনা বিরল।
রাজধানীতে আন্দোলনের আঁচ পড়ার আগেই সোমবার থেকেই রাজ্যজুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা। ১৪৪ ধারা লঙ্ঘনে গ্রেফতার করা হবে হুঁশিয়ারি রয়েছে। একমাসের জন্য জারি থাকবে ১৪৪ ধারা। যে কোনও বড় জমায়েতে থাকবে নিষেধাজ্ঞা। প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি ফের ২০২০ সালে দিল্লির বুকে কৃষক আন্দোলনের দিন ফিরছে? সেই প্রশ্ন ইতিমধ্যেই ঘুরপাক খেতে শুরু করেছে। সূত্রের খবর, দীর্ঘ দিন ধরে আন্দোলন জারি রাখার নানা রকম প্রস্তুতি নিয়েই রাজধানীর দিকে অগ্রসর হচ্ছেন হাজার হাজার কৃষক। সেবার অবশ্য রাজধানীর বুকে রীতিমত তান্ডব চালিয়েছিল একদল উগ্র আন্দোলনকারী অভিযোগ উঠেছিল শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের পিছন থেকে সমর্থনের।
পঞ্জাবে কৃষকদের এই দাবিদাওয়া নিয়ে আন্দোলনে নেমেছে অরাজনৈতিক কৃষক সংগঠন 'সংযুক্ত কিষাণ মোর্চা' এবং 'কিষাণ মজদুর মোর্চা'। আন্দোলনকারী কৃষক সংগঠনের তরফে জানানো হয়েছে ২০২০ সালে কৃষির ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের যে প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার,দীর্ঘ সময় পার হয়ে গেলেও এ ব্যাপারে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি সরকারের তরফে অভিযোগ কৃষকদের। এর ফলে চরম সমস্যায় পড়েছেন কৃষকরা। এবারও তাদের দাবিগুলির মধ্যে কৃষি সহায়ক মূল্য নির্ধারণের উপর জোর দেওয়া হয়েছে। এ ব্যাপারে নির্দিষ্ট আইন প্রণয়নেরও দাবি করা হয়েছে। এ ছাড়া, বিদ্যুৎ আইন,কৃষিঋণ সম্পূর্ণ মুকুব করার দাবি করেছে কৃষক সংগঠনগুলি। এরই পাশপাশি মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতেও সরব হয়েছে তারা।
প্রসঙ্গত, সোমবার মধ্যরাতে চণ্ডীগড়ে কৃষকদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা এবং কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রী পীযূষ গোয়েল। কৃষকদের বোঝানোর সর্বাত্মক চেষ্টা করলেও পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক ফলপ্রসূ হয়নি। কৃষকরা আন্দোলন থেকে পিছু হটতে নারাজ। এরপরই মঙ্গলবার পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে ২০০টির বেশি কৃষক সংগঠন দিল্লির উদ্দেশে রওনা দেয়। কমপক্ষে ২০ হাজার কৃষক এই অভিযানে সামিল হয়েছে। শুধু পাঞ্জাব থেকেই ১৫০০ ট্র্যাক্টর,৫০০ গাড়ি নিয়ে কৃষকরা দিল্লির উদ্দেশ্যেরওনা দেয়। তবে এবার পুলিশও তৈরি। এবার বলপ্রয়োগ নয় আগে ভাগেই চোর পুলিশ খেলা বন্ধ করতে চায় প্রশাসন। ফলে কৃষকদের এই আন্দোলন এবার কতটা ফলপ্রসূ হবে এখন সেটাই দেখার।
Trending Tag
Farmers Protest: নির্বাচনের আঁচ শুরু আগেই তপ্ত কৃষক আন্দোলন! কতটা প্রভাব পড়বে জাতীয় রাজনীতিতে?
Farmer's Protest In Delhi: দিল্লিতে কৃষকদের নিশানা করে টিয়ার গ্যাস পুলিশের, ব্লক ১৭৭টি সোশ্যাল মিডিয়া একাউন্ট
Farmers protests: কৃষক মৃত্যুতে ধুন্ধুমার কান্ড, দুদিনের জন্য স্থগিত ‘দিল্লি চলো’ অভিযান
Farmers Reject MSP Proposal: কেন্দ্রের MSP প্রস্তাব প্রত্যাখ্যান ৫ লক্ষ কৃষকের
Budget 2024: বাজেটে খুশি কৃষক সংগঠন, প্রাকৃতিক পদ্ধতিতে চাষে জোর সরকারের