Farmers Reject MSP Proposal: কেন্দ্রের MSP প্রস্তাব প্রত্যাখ্যান ৫ লক্ষ কৃষকের
নিউজ ডেস্ক: এমএসপি (MSP) নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করল ৫ লক্ষ প্রতিবাদী কৃষক। পঞ্জাব এবং হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত এলাকায় সাংবাদিক সম্মেলন করে কৃষকরা জানান, সরকারের দেওয়া প্রস্তাবে তাদের স্বার্থ রক্ষা হচ্ছে না। ফলে তারা কেন্দ্রের এই প্রস্তাব প্রত্যাখান করছে।
কৃষকরা বলেছেন, “সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব এসেছে আমরা তা খারিজ করেছি। এতে কৃষকদের কোনও লাভ হবে না। কৃষকদের উপর লুটপাট চলতেই থাকবে। সরকারের উদ্দেশ্য ঠিক নয়। কৃষকদের প্রতিবাদ করতে না দিলে, তা দেশের গণতন্ত্রের জন্য বড় হুমকি।”
প্রসঙ্গত, এতদিন ডাল-তুলোর মতো বেশ কিছু ফসলে ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করা হত না। তবে দেশের স্বার্থে সেই সব ফসল ফলানোর জন্যে কৃষকদের উৎসাহিত করতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার। সঙ্গে আশ্বাস দেওয়া হয়েছিল, সেই সব ক্ষেত্রে ৫ বছরের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা হবে। তবে আন্দোলনকারী কৃষকরা কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। তাঁরা সাফ জানিয়েছেন, ২৩টি ফসলের উপরই এমএসপি চাই তাদের।
উল্লেখ্য সম্প্রতি এবিষয়ে কৃষকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। চতুর্থ দফার ওই বৈঠকে আন্দোলনকারী কৃষকদের আগামী পাঁচ বছরের জন্য শস্যের সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে কেন্দ্র একটি প্রস্তাব দেয়। পীযূষ গোয়েলের সঙ্গে কৃষকদের বৈঠকে ছিলেন আরও দুই কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, নিত্যানন্দ রাই এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। কেন্দ্রীয় মন্ত্রীরা জানিয়েছিলেন, সরকারি সংস্থাগুলি আগামী পাঁচ বছর ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কেনার জন্য কৃষকদের সঙ্গে চুক্তি করবে। ফসল কেনার কোনও ঊর্ধ্বসীমা থাকবে না। তবে কেন্দ্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আন্দোলনকারী কৃষকরা।
Trending Tag
Farmers Protest: নির্বাচনের আঁচ শুরু আগেই তপ্ত কৃষক আন্দোলন! কতটা প্রভাব পড়বে জাতীয় রাজনীতিতে?
Farmer's Protest In Delhi: দিল্লিতে কৃষকদের নিশানা করে টিয়ার গ্যাস পুলিশের, ব্লক ১৭৭টি সোশ্যাল মিডিয়া একাউন্ট
Farmers protests: কৃষক মৃত্যুতে ধুন্ধুমার কান্ড, দুদিনের জন্য স্থগিত ‘দিল্লি চলো’ অভিযান
Farmers Reject MSP Proposal: কেন্দ্রের MSP প্রস্তাব প্রত্যাখ্যান ৫ লক্ষ কৃষকের
Budget 2024: বাজেটে খুশি কৃষক সংগঠন, প্রাকৃতিক পদ্ধতিতে চাষে জোর সরকারের