Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

Jagadhatri Puja Speial Train: জগদ্ধাত্রী পুজোয় ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ, স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের


Sweta Chakrabory | 14:30 PM, Fri Nov 08, 2024

নিউজ ডেস্ক: জগদ্ধাত্রী পুজো দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমান চন্দননগরে ৷ পুজোর ক'টা দিন বিপুল সংখ্যক মানুষের ভরসা লোকাল ট্রেন ৷ লক্ষাধিক মানুষ ঠাকুর দেখতে বেরোন ট্রেনে ৷ ফেরেনও ট্রেনে ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে চড়ে লক্ষাধিক মানুষ চন্দননগর আসেন জগদ্ধাত্রী পুজো দেখতে ৷ স্বাভাবিকভাবেই এই সময় লোকাল ট্রেনগুলিতে থিকথিকে ভিড় হয় ৷ সেই অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখেই পূর্ব রেল আজ ৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট রুটে মোট ৬ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যা সমস্ত স্টেশনে থামবে।

রেল জানিয়েছে, শুক্রবার ৮ নভেম্বর থেকে আগামী মঙ্গলবার ১২ নভেম্বর পর্যন্ত প্রতি দিন বিকেল ও রাতে হাওড়া–ব্যান্ডেল শাখায় বাড়তি ট্রেন চলবে। হাওড়া থেকে ব্যান্ডেলগামী শেষ ট্রেনগুলি ছাড়বে বিকেল ৫.২০, সন্ধে ৭.৫৫, রাত ৮.‌৩৫, রাত ১১.৩০ এবং রাত সাড়ে বারোটায়। আবার ব্যান্ডেল থেকে হাওড়াগামী বিশেষ ট্রেন ছাড়বে সন্ধে ৬.৩৫, রাত ৯.২০, রাত ৯.৫৫, রাত ১টা এবং রাত ২টোয়। এমনকী হাওড়া থেকে বর্ধমানগামী বিশেষ ট্রেনও চালাবে পূর্ব রেল। জানানো হয়েছে, বর্ধমান থেকে হাওড়াগামী স্পেশ্যাল লোকাল ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। আর বিসর্জনের দিন, অর্থাৎ ১২ তারিখ হাওড়া–ব্যান্ডেল শাখায় আরও অতিরিক্ত ট্রেন চালাবে রেল। তবে কয়েকটি লোকালের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

এছাড়াও, ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত একটি ইএমইউ স্পেশাল হাওড়া থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছাড়বে। দুই জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে রাত ১টা, ২টোয়। একটি আপ হাওড়া-বর্ধমান ইএমইউ স্পেশাল ট্রেন হাওড়া থেকে রাত ১টা ১৫ মিনিটে ছাড়বে। একইসঙ্গে বর্ধমান-হাওড়া ইএমইউ স্পেশাল ট্রেন বর্ধমান থেকে রাত সাড়ে ১০টায় ছাড়বে ৮/৯ নভেম্বর থেকে ১১/১২ নভেম্বর পর্যন্ত। একটি অতিরিক্ত হাওড়া-ব্যান্ডেল-হাওড়া হওড়া থেকে রাত ২টো ৩৫ মিনিটে ছাড়বে। ১২ নভেম্বর (বিসর্জনের দিন) ব্যান্ডেল থেকে ভোর ৪টেয় ছাড়বে।

upload
upload