নিউজ ডেস্ক: ফের অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। টানা ১২ দিন ধরে চলছে তাঁর চিকিৎসা। ৬ অক্টোবর হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। তখন চুটিয়ে শুটিং করছিলেন অভিনেত্রী। ধারাবাহিকে অভিনয় সূত্রে নিত্যদিনই থাকছিল কলটাইম। পুজোর আগে কাজ স্বাভাবিকভাবেই বেশি থাকে। যদিও সবটাই সামলাচ্ছিলেন তিনি সমালতালে। তবে হাঁটু ব্যথা আচমকাই বেড়ে যাওয়ায় তাঁর হাটতে কষ্ট হচ্ছিল। যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না। ফলে তাঁকে তড়িঘড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই লিলি চক্রবর্তীকে ভর্তি করার সিদ্ধান্ত।
লিলির কথায়, ‘‘পুজোর আগে ধারাবাহিকের বাড়তি পর্বের শুটিংয়ের চাপ থাকে। সেই অনুযায়ী ধারাবাহিক ‘নিমফুলের মধু’ শুটিং করছিলাম। আচমকাই অসুস্থ হয়ে পড়ি। শুটের চাপে কিছু হয়নি। কারও জন্য নয়। হাঁটুতে ব্যথাটা হঠাৎ বাড়ে।’’ বর্তমানে ডাক্তার নীলরতন নাইয়ার চিকিৎসাধীনে রয়েছেন তিনি। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। ১৮ অক্টোবর অর্থাৎ আজই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা লিলি চক্রবর্তীর।
নিজের অসুস্থতা নিয়ে লিলি চক্রবর্তী জানান, ‘আমি অনেকটাই ভালো আছি। পায়ের ব্যথাও অনেকটাই কমেছে। ডাক্তররা আজ ছুটি দেবেন বলেছেন। তবে কবে শ্যুটিংয়ে ফিরতে পারব তা এখনও জানি না, ডাক্তাররা এখনও কিছু বলেননি।’ তাঁর কথায়, ‘আমি ঠিক আছি, আর হাঁটতে তেমন কষ্ট হচ্ছে না, হাঁপাচ্ছিও না।’
ফলে তিনি যে ফিরেই শুটে যোগ দিতে পারবেন না তা বোঝাই যাচ্ছে। যেকোনও ক্ষেত্রেই হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর কয়েকটা দিন বিশ্রামে থাকার নির্দেশ দিয়ে থাকেন ডাক্তারেরা। এক্ষেত্রে বয়সের একটা ভার তো রয়েছেই। তাই কবে তিনি আবারও ক্যামেরার সামনে ফিরবেন, তার উত্তর এখনই মিলছে না।
প্রসঙ্গত, এর আগে গত মার্চেও অসুস্থ হয়ে পড়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। সেসময় হাই ব্লাড সুগার এবং সিওপিডি (COPD)-র সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। সেসময়ও বেশকিছুদিন শ্যুটিং থেকে দূরেই ছিলেন অভিনেত্রী।