Sheikh Shahjahan: ইডির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ! চিঠি লিখে আদালতে জানাল শাহজাহান
নিউজ ডেস্ক: আরও একবার শিরোনামে শেখ শাহজাহান(sheikh shahjahan), এবার ইডির(ED) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে সোজা আদালতে চিঠি দিলেন সন্দেশখালির(sandeshkhali) ত্রাস শাহজাহান। ইডি হেফাজতে ‘জোর করে’ বয়ান লেখানো হয়েছে তাঁকে,এই মর্মেই অভিযোগ তুলে আদালতে আবেদন জানালেন শেখ শাহজাহান। তবে এ প্রসঙ্গে ইডি-র আইনজীবী আদালতে দাবি করেন, এই চিঠি শাহজাহানের লেখা নয়। তাঁর আর্জি, এই চিঠিকে কোনও ভাবেই আদালতের রেকর্ডে না রাখা হয়। এই চিঠি গৃহীত হলে এতদিন শাহজাহান যে বয়ান দিয়েছেন, তার গ্রহণযোগ্যতা আর থাকবে না।
প্রসঙ্গত, শনিবারই শেষ হয় শাহজাহানের ইডি হেফাজতের মেয়াদ। তাঁকে ব্যাঙ্কশাল আদালতে(bankshall court) তোলা হলে সওয়াল-জবাব চলাকালীনই তাঁর আইনজীবী প্রকাশ্যে আনেন শাহজাহানের লেখা ওই চিঠি। আদালত কক্ষেই পড়ে শোনান সেই চিঠি। চিঠির বয়ান শুনেই কার্যত শোরগোল শুরু হয়ে যায় আদালত কক্ষে।
শাহজাহানের লেখা চিঠিতে যা ছিল তা হল, “১/০৪/২৪ থেকে ১৩/৪/২৪ পর্যন্ত ইডি হেফাজতে থাকাকালীন আমাকে দিয়ে মিথ্যা বয়ান রেকর্ড করানো হয়েছে। হুমকি দেওয়া হয়েছে। বয়ান না দিলে আমি, আমার সহোদর এবং আত্মীয়দের মাদক মামলায়, জড়িয়ে দেওয়া হবে।”
এরপরেই চিঠির বয়ান নিয়ে ইডির আইনজীবী প্রশ্ন তোলেন। ওই কাগজে আদৌ শাহজাহানের(sheikh shahjahan) লেখা রয়েছে কি না। এই কাগজ চিঠি না আবেদন, তা নিয়েও সওয়াল করেন ইডির আইনজীবী। আবেদনের পদ্ধতি এবং বক্তব্যেরও বিরোধিতা করেন। শেষ পর্যন্ত আদালত জানিয়ে দেয় চিঠি গ্রহণ করা হলেও ইডি স্পেশাল কোর্টে আগামী ১৫ এপ্রিল সংশ্লিষ্ট বিষয়ে শুনানি হবে।
উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বলাগড়ের যুবনেতা কুন্তল ঘোষ এবং রেশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আঢ্যও একই অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে।