Saturday, December 21, 2024

Logo
Loading...
google-add

Bagdogra Airport: বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের সূচনা কাল, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী


Sweta Chakrabory | 15:42 PM, Sat Oct 19, 2024

নিউজ ডেস্ক: সব বাধা পেরিয়ে অবশেষে রবিবার বাগডোগরা বিমানবন্দরের (Bagdogra Airport) সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস হচ্ছে। আগামিকাল, রবিবার ২০ অক্টোবর, বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই শিলান্যাস অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

পর্যটনকে কেন্দ্র করে যাত্রী সংখ্যা বিপুল ভাবে বেড়ে যাওয়ায় ২০১৭ সাল থেকেই বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের জন্য উদ্যোগী হয় রাজ্য সরকার। বিমানবন্দরের সম্প্রসারণের জন্য ১০৫ একর জমি দেওয়া হয়। তার পরে সেনাবাহিনীর এনওসি, ডিপিআর, পরিবেশ মন্ত্রকের সবুজ সঙ্কেতের বাধা ঠেলে অবশেষে সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে। বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport) সূত্রে জানা গিয়েছে, রবিবার বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মোট ছ’টি বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করবেন। ফলে ভার্চুয়ালি বাগডোগরা বিমানবন্দরের শিলান্যাস হবে। মাটিগাড়ার কাওয়াখালিতে শিলান্যাস উপলক্ষে একটি সমাবেশও হবে।

প্রসঙ্গত, বাগডোগরা (Bagdogra Airport) হল উত্তরবঙ্গের (north bengal) একটি বাণিজ্যিক বিমানবন্দর। এর আশেপাশে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা অবস্থিত। সিকিম, অসম, পূর্ব বিহার এবং প্রতিবেশী দেশ ভুটান-নেপাল-বাংলাদেশ থেকেও বাগডোগরা বিমানবন্দরেকে ব্যবহার করেন অনেক যাত্রীই। ওয়াকিবহাল মহলের ধারনা, বাগডোগরা বিমানবন্দরের আধুনিকীকরণের ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।

এ প্রসঙ্গে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন ভবিষ্যতে আরও ৫০ হাজার বর্গমিটারের কাজ শুরু হবে। তিনি আরও জানিয়েছেন, নতুন টার্মিনাল (Bagdogra Airport) এমন ভাবে তৈরি করা হয়েছে, যেখানে সমস্ত রকমের যাত্রী সুবিধা থাকবে। বছরে এক কোটি যাত্রী যাতায়াত করতে পারবেন। প্রতি ঘণ্টায় ৩,০০০ যাত্রী যাতায়াত করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। এর পাশাপাশি বিমান পার্কিংয়ের জন্য নতুন টার্মিনালে দশটি পার্কিং জোন থাকছে। ট্যাক্সি ওয়ে’র জন্য থাকছে আরও দুটি। এছাড়া, আরও অন্যান্য পার্কিং সুবিধাও রাখা হচ্ছে।

google-add
google-add
google-add

কোচবিহার

জেলার খবর

google-add

জলপাইগুড়ি

google-add
google-add