Wednesday, October 23, 2024

Logo
Loading...
google-add
balurghat drain brokage story

Balurghat: পুরসভার নালা নিজের হাতে ভাঙলেন পুরপ্রধান, ব্যাপারটা কী?  

Pankaj Kumar Biswas | 18:34 PM, Thu Oct 05, 2023

নিউজ ডেস্ক: নির্মীয়মাণ নিকাশি নালা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করার অভিযোগ অর্ধনির্মিত নিকাশি নালা ভেঙে দিলেন বালুরঘাট পুরসভার পুরপ্রধান অশোক মিত্র। পুরসভা সূত্রে জানা গিয়েছে ঠিকাদার সংস্থা নিম্নমানের সামগ্রী দিয়ে ওই নিকাশীনালা তৈরি করছিল। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে এই খবর পাওয়ার পর পুরপ্রধান কাজ বন্ধ রাখা নির্দেশ দিয়েছিলেন কিন্তু ঠিকাদার সংস্থা কাজ বন্ধ করেনি। ক্ষুব্ধ হয়ে অশোক বাবু নিজে ঘটনাস্থলে গিয়ে শাবল দিয়ে নালা ভেঙে দেন

এরপর তিনি নির্দেশ দেন সঠিক নির্মাণ সামগ্রী দিয়ে পুনরায় নিকাশি নালা তৈরি করে দিতে হবে ওই ঠিকাদার সংস্থাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কাজ ঠিকঠাক না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা সুশান্ত সরকার জানিয়েছেন, বালুরঘাট পুরসভার চার নম্বর ওয়ার্ডের নাইন জুয়েলস ক্লাব এলাকায় একটি বেসরকারি ঠিকাদার সংস্থা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছিল স্পষ্ট বোঝা যাচ্ছিল ঠিকমত সিমেন্ট ব্যবহার হয়নি এমনকি দুই, তিন নম্বরের ইট ব্যবহার করা হচ্ছিল  এরপরই পুরসভাকে বিষয়টি জানানো হয়”। এ বিষয়ে পুরপ্রধান অশোক মিত্র বলেন, ঠিকাদার সংস্থাকে বলেছি সমস্ত ইট তুলে নিয়ে নতুন করে ভাল ইট এবং সঠিক নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করতে হবে কাজ না হলে পুলিশে জানাব আমাদের উদ্দেশ্য কাজ তাড়াতাড়ি হোক এবং সঠিকভাবে হোক তাড়াতাড়ি করে খারাপ মানের কাজ করলে পুরসভা কোনভাবেই বরদাস্ত করবে না সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে না হলে ব্যবস্থা নেব”। 

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

জেলার খবর

দার্জিলিং

google-add

জলপাইগুড়ি

google-add
google-add