Wednesday, October 23, 2024

Logo
Loading...
google-add
Joynagar CPM House Burn

TMC Leader Murder Case: জয়নগরের সঙ্গে বগটুইয়ের তুলনা, পুলিশের উপস্থিতিতেই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ


Editor | 15:21 PM, Mon Nov 13, 2023

নিউজ ডেস্ক: একের পর এক বাড়িতে আগুন। সকালের ঘুম ভাঙতেই জয়নগরের দলুয়াখাকি গ্রামে চলল তাণ্ডব। আর এ দেখে অনেকেই বগটুই কাণ্ডের তুলনা টেনেছেন। পুলিশ অবশ্য বলছে, বগটুই নয়, বেশি ক্ষতি হয়নি। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

ঠিক কী হয়েছে?

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বামনগাছি গ্রাম পঞ্চায়েতের সদস্য ও বামনগাছির তৃণমূল অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্কর খুন হন। সোমবার নমাজ পড়তে যাওয়ার সময় তাকে গুলি করা হয়। ঘটনার জেরে এক অভিযুক্তকে বেধড়ক মারধর করা হয়। বেলাগাম মারধরে ওই ব্যক্তি মারা যায়। এরপর এলাকায় সিপিএম সমর্থকদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

দলুয়াখাকি গ্রামে তৃণমূলের তাণ্ডব

তৃণমূল নেতা খুনের পরই দলুয়াখাকি গ্রামে হামলা চালানো হয় বলে অভিযোগ। সিপিএম সমর্থকদের একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দলুয়াখাকির বাসিন্দাদের অভিযোগ, সকাল সাতটা নাগাদ বোমাবাজি ও ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। মহিলা, এমনকী শিশুদেরও রেহাই দেওয়া হয়নি। পুলিশকে খবর দিয়েও কোনও লাভ হয়নি। মহিলাদের অভিযোগ, পুলিশের চোখের সামনেই তাণ্ডব চলে, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাদের অভিযোগ, খাবার থেকে আসবাব সব কিছু আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয়েছে আবার মারধরও করা হয়েছে। এক সিপিএম সমর্থকের দাবি, পঞ্চায়েত ভোটে তাদের প্রার্থী হেরে যাওয়ার পর থেকেই নির্যাতন চলছে। এদিন আগুন লাগিয়ে প্রায় ১০টি ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

 

বগটুইয়ের প্রসঙ্গ টেনে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন বিরোধীদের

২০২২ সালের মার্চ মাসে বীরভূমের বগটুইয়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ১০ জনের মৃত্যু হয়েছিল। এদিনের ঘটনার সঙ্গে সেই ঘটনার তুলনা টেনেছেন বিরোধীরা। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী প্রশ্ন তোলেন, প্রশাসন কোথায়?” তিনি বলেন, পুলিশ দুষ্কৃতীদের প্রশ্রয় দিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, পুলিশ-প্রশাসনে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের ভরসা নেই। প্রশাসনে কোনও নিয়ন্ত্রণ নেই সরকারের। সে কারণেই নিজেরা হাতে আইন তুলে নিয়েছে। এই সরকারের উপর মানুষের আস্থা নেই। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, তৃণমূল কংগ্রেস বিচারক নয়। সেটা হলে পরিণতি ভয়ঙ্কর। বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সাংসদ শান্তনু সেন বলেন, জনরোষের বহিঃপ্রকাশ ঘটেছে।

বগটুই প্রসঙ্গ উঠতেই পুলিশ অবশ্য বলছে, দলুয়াখাকি বগটুই হয়নি। বেশি ক্ষতি হয়নি। গোয়ালঘরে আগুন লেগেছে। তৃণমূল কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে অভিযোগ এনে হামলা চালালেও পুলিশ জানিয়েছে দুষ্কৃতীদের চিহ্নিত করে তল্লাশি চালানো হচ্ছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

কোচবিহার

জেলার খবর

google-add

মালদা ও মুর্শিদাবাদ

google-add
google-add