Wednesday, October 23, 2024

Logo
Loading...
google-add

Weather Update: ফের নিম্নচাপের আশঙ্কা! কালীপুজোতে বাঁধ সাধবে বৃষ্টি 

Sweta Chakrabory | 10:44 AM, Fri Oct 18, 2024

নিউজ ডেস্ক: ফের নিম্নচাপের আশঙ্কা। শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে আসতে পারে। এর প্রভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী বুধবার থেকে এই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর কাল থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। অর্থাৎ শুষ্ক আবহাওয়ার শুরু। ধীরে ধীরে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও শুষ্ক আবহাওয়ার দেখা মিলবে। ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। 

অন্যদিকে একইরকম ভাবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার রাতের মধ্যে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। দেড় মিটার পর্যন্ত বাড়তে পারে ঢেউয়ের উচ্চতা হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতে  স্থানীয়ভাবে দুই এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলাতেই। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবিবার থেকে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

তবে কলকাতায়, আজ, শুক্রবার দুপুর বা বিকেলের মধ্যে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বেলা বাড়লে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামিকাল, শনিবার থেকে শুষ্ক আবহাওয়া। ফলে বৃষ্টির সম্ভাবনা কমবে। জলীয় বাষ্পের পরিমাণও কমতে থাকবে। যদিও সামনের সপ্তাহে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। 

সব মিলিয়ে মোটের ওপর হাওয়া অফিসের খবর (Weather Update) অনুযায়ী, বৃষ্টি ‘কাঁটা’ থাকছে এখনও। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (Weather Update)প্রায় সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির রেশ থাকতে পারে কালী পুজোতেও। 

google-add
google-add
google-add

কোচবিহার

দার্জিলিং

google-add

জলপাইগুড়ি

google-add
google-add