Wednesday, October 23, 2024

Logo
Loading...
google-add
Tea Garden

Jalpaiguri Tea Garden: আপাতত খুলল সুখানী চা-বাগান, পুজোর পর কী হবে?


| 18:23 PM, Sat Sep 30, 2023

নিউজ ডেস্ক: হাসি ফুটল রাজগঞ্জের সুখানী চা-বাগান শ্রমিকদের মুখে। পুজোর আগে খুলে গেল জলপাইগুড়ির এই চা-বাগান। মালিক-শ্রমিক বিবাদে সম্প্রতি বন্ধ হয়ে গেছিল বাগানটি। ১১ দিন পর আবার খুলে যাওয়ায় চা-বাগান শ্রমিকদের মনে খুশির হাওয়া।

চা-বাগান কর্তৃপক্ষ আট ঘণ্টা কাজ করতে হবে বলে জানিয়েছিল। পাল্টা শ্রমিকেরা সরকার নির্ধারিত মজুরি, অবসরের পর গ্র্যাচুয়িটি, হঠাৎ মৃত্যু হলে ক্ষতিপূরণ-সহ একাধিক দাবি জানিয়েছিল। সবমিলিয়ে দুই পক্ষের বিবাদে বন্ধ হয়ে যায় সুখানী চা-বাগান। কর্মহীন হয়ে পড়েন প্রায় ৩০০ শ্রমিক। অনিশ্চিত হয়ে পড়ে ভবিষ্যৎ। শ্রম দফতর সমস্যা মেটানোর উদ্যোগ নেয়। দীর্ঘ আলোচনার পর শেষপর্যন্ত বাগান খুলতে রাজি হয় কর্তৃপক্ষ। 


তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা তপন দে জানান, দুই পক্ষকে নিয়ে পুজোর পর আলোচনা হবে। তিনি বলেন, “শ্রমিকদের বেশ কিছু দাবি দাওয়া রয়েছে আবার মালিক পক্ষেরও কিছু বক্তব্য রয়েছে। পুজোর পর সব বিষয়ে আলোচনা করে নিষ্পত্তি করা হবে”।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

কোচবিহার

জেলার খবর

google-add

মালদা ও মুর্শিদাবাদ

google-add
google-add