Wednesday, October 23, 2024

Logo
Loading...
google-add

Weather Update: ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে! কোন কোন জেলায় হবে ঝড়বৃষ্টি? জানুন 

Sweta Chakrabory | 10:25 AM, Thu Oct 17, 2024

নিউজ ডেস্ক: পুজো কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আবারও দাঁনা বেঁধেছে নিম্নচাপ। আর তারই জেরে সপ্তাহভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। রোদ ঝলমলে আকাশের দেখা আপাতত মিলছে না। কলকাতা সহ দক্ষিনের জেলা থেকে মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করেছে ,তাই মরশুমের শেষ বেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণে। বুধবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ায় বড়সড় বদল চোখে পড়তে শুরু করে। বিকেলের দিকে বেশ কয়েকটি জেলায় ঝেঁপে বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সব জেলাতে স্থানীয়ভাবে দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আজ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলাতেই। শুক্রবার পর্যন্ত এইরকম আবহাওয়া থাকবে। অর্থাৎ কখনও মেঘলা, আকাশ দু-এক পশলা বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ খানিকটা হলেও বেশি থাকতে পারে। ২২ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম-বেশি বৃষ্টি চলবে। এরপর শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমবে। শনির পর রবিবার থেকে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

পাশাপাশি শহর কলকাতাতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে তিলোত্তমা মহানগরীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কাল থেকে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এর পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আবহাওয়ার পরিবর্তন। শুষ্ক আবহাওয়ার শুরু। ধীরে ধীরে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও শুষ্ক আবহাওয়া।

google-add
google-add
google-add

কোচবিহার

দার্জিলিং

google-add

জলপাইগুড়ি

google-add
google-add