Wednesday, October 23, 2024

Logo
Loading...
google-add
Tea Garden closed in Birpara Madarihat

Tea Garden Closed: ফের বন্ধ চা বাগান, আশ্বাস প্রতিশ্রুতি অথৈ জলে 

Editor | 12:44 PM, Mon Jul 31, 2023

নিউজ ডেস্ক: শ্রমিক মালিক দ্বন্দ্বের জের। ডুয়ার্সের তাসাটি চা বাগানে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিল মালিক পক্ষ। এক নোটিশে কাজ হারালেন ১২০০ শ্রমিক। রাতের অন্ধকারে ডুয়ার্সের চাবাগান ছেড়ে চলে গেল মালিক পক্ষ। মুখ্যমন্ত্রীর আশ্বাসই সার। চা বাগান শ্রমিকদের সমস্যার সুরাহা যেন সোনার পাথরবাটি। 

সূত্রের খবর রবিবার কাজ বন্ধের নোটিশ দিয়ে বীরপাড়া-মাদারিহাট ব্লকের তাসাটি চা-বাগান ছেড়ে চলে গেল মালিক পক্ষ। কর্মহীন হয়ে পড়লেন এই চা বাগানের ১২০০ শ্রমিক। সোমবার সকালে বাগানে কাজে গেলে বাগানের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখতে পান শ্রমিকরা। পুজোর আগে চা বাগান বন্ধ হওয়া শুরু হয়ে গেল ডুয়ার্সে এমনটাই মনে করছেন শ্রমিকরা। পুজোর আগে বোনাস ও বাড়তি সুবিধে থেকে শ্রমিকদের বঞ্চিত করতে এই পন্থা অবলম্বন করে মালিকপক্ষ। প্রতি বছর এই দৃশ্য দেখে বিরক্ত শ্রমিকরা। 

আরও পড়ুন: Railway Contractor: নেই সেফটি বেল্ট, অতীত থেকে শিক্ষা নেওয়া বাহুল্য! কন্ট্রাক্ট্রদের কাজ ঘিরে উঠছে প্রশ্ন

জানা গিয়েছে গত কয়েকদিন থেকে বাগানে স্প্রে করাকে কেন্দ্র শ্রমিক মালিক দ্বন্দ্ব চলছিল।  সেই দ্বন্দ্বের জেরে বাগানে কাজ বন্ধের নোটিশ দেয় মালিক পক্ষ। চা বাগানে সোমবার সকাল থেকে শ্রমিকদের ভিড় দেখা যায়। ম্যানেজমেন্ট বাগান ছেড়ে চলে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন চা শ্রমিকরা। কাজ হারানোর আতঙ্ক লক্ষ করা যায় শ্রমিকদের চোখে মুখে।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

জেলার খবর

দার্জিলিং

google-add

জলপাইগুড়ি

google-add
google-add