Wednesday, October 23, 2024

Logo
Loading...
google-add

Nisith Pramanik: নিজের কেন্দ্রে ভোট দান সারলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক

Sweta Chakrabory | 14:56 PM, Fri Apr 19, 2024

 নিউজ ডেস্ক: সকাল থেকেই ভোটদান(Lok Sabha Election 2024) প্রক্রিয়া চলছে উত্তরের তিন আসনে। ইতিমধ্যেই নিজের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার(Cooch Behar) লোকসভা আসনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামানিক(Nisith Pramanik)। এদিন উচ্চ বিদ্যালয়ের ৭/২০৬ নং বুথে ভোট দিলেন বিজেপি প্রার্থী। সকাল থেকে দেখা না গেলেও বেলা বারোটায় পর তাঁকে দেখা গেল বাড়ির বাইরে। ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে বের হন তিনি।

শুক্রবার ভোটদান সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, "তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় সন্ত্রাস করবার চেষ্টা করছে। সাধারণ মানুষ প্রতিবাদ করছে। বহু জায়গায় দুষ্কৃতীরা বুথ এজেন্টদের, সাধারণ ভোটারদের আটকাবার চেষ্টা করছে। আমাদের এখানকার মানুষ পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচনেও ভোট দিতে পারেনি। তাই গণপ্রতিরোধ গড়ে উঠেছে।"

উল্লেখ্য, অন্যদিকে সকাল থেকেই রাস্তায় রাস্তায় দেখা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে(Udayan Guha)। প্রার্থী না হওয়া সত্ত্বেও উপদ্রুত এলাকাগুলিতে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে উদয়ন গুহকে।

 উদয়ন গুহ প্রসঙ্গে বিজেপি(BJP) প্রার্থী বলেন, "আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছিলাম, উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করতে। উদয়ন গুহ যেখানেই যাচ্ছেন কর্মীদেরকে প্রভাবিত করছেন, উদয়ন গুহ উস্কানিমূলক বার্তা দিয়ে আসছেন, তাই সংবাদমাধ্যমের ওপর হামলা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। যত দিন তৃণমূল আছে, হিংসা হবে। তবে এবার জনগণই প্রতিরোধ করছে। ভোট কিছুটা শান্তিপূর্ণ হচ্ছে। তবে উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রিত হলে আরও শান্তিপূর্ণ ভোট হত। উদয়নকে গ্রেফতার করা উচিত।"

তিনি আরও বলেন,তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।

google-add
google-add
google-add

জেলার খবর

দার্জিলিং

google-add

জলপাইগুড়ি

google-add
google-add