Wednesday, October 23, 2024

Logo
Loading...
google-add
অসিত মজুমদার উদয়ন গুহ

Tmc Threat: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মারের হুমকি দুই তৃণমূল বিধায়কের

Editor | 16:50 PM, Mon Nov 20, 2023

নিউজ ডেস্ক: পুকুর ভরাট রুখতে গিয়ে মেজাজ হারালেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল কৈলাসনগরের এই ঘটনায় জমির মালিক পক্ষের একজনকে মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দিলেন তিনি। ঘটনায় রীতিমত ভিড়মি খেয়ে যান ওই ব্যক্তি। বিধায়কের চিৎকারে স্থানীয়রা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এরপরেই বিধায়কের ফোন পেয়ে ছুটে আসেন চুঁচুড়া থানার পুলিশ কর্মী সহ ভূমি দফতরের আধিকারিকরা। সুব্রত দে নামে জমির মালিকের বক্তব্য, “পুকুর পাড়ে থাকা ওই  জমির ভাঙা অংশ তিনি ভরাট করছিলেন। যদিও বিধায়কের কথামত পুলিশ মালিককে আটক করে থানায় নিয়ে যায়। বিধায়ক বলেন অন্যায় কোন কাজ বরদাস্ত করা হবে না সে আমাদের দলের কর্মী হোক বা অন্য যে কেউ। আইন আইনের পথে চলবে।

অন্যদিকে ফের বিতর্কিত মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, “এমন একটা সন্ত্রাসের বাতাবরণ কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে বিজেপি করেছে যে, তৃণমূলের কর্মীরা বটেই, সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে বা কোনওরকম অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পান। কারও গায়ে যদি একটু আঁচড় পড়ে, তাহলে এটা বলছি আমি একটা মন্ত্রী হয়ে, হয়ত আইনের খেলাফ হচ্ছে, তবু বলছি যে, কারও গায়ে যদি আমাদের কর্মী বা নেতার গায়ে হাত পড়ে, বাড়ির থেকে বের করে করে পেটানো হবে, সেই কথাটা যেন মাথায় থাকে। 

প্রসঙ্গত নিজের বিধানসভা এলাকায় ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে পদযাত্রা শুরু করেন দিনহাটার তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। এদিন সেই পদযাত্রা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের এলাকা ভেটাগুড়িতে। সেখান থেকেই সন্ত্রাস ইস্যুতে নিশীথ প্রামাণিককে আক্রমণ করেন উদয়ন গুহ। 

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

জেলার খবর

দার্জিলিং

google-add

জলপাইগুড়ি

google-add
google-add