Saturday, December 21, 2024

Logo
Loading...
google-add

RG Kar protest: জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তুলে নেওয়ার আবেদন মুখ্যসচিবের


Sweta Chakrabory | 13:51 PM, Sat Oct 12, 2024

নিউজ ডেস্ক: জুনিয়র ডাক্তারদের অনশনের (Junior Doctors Hunger Strike) ৬ দিন। দশ দফা দাবি পূরণে শনিবার রাত সাড়ে ৮টা থেকে চলছে টানা অনশন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনিকেত মাহাতো। বাকি ৬ জনের অবস্থারও অবনতি হয়েছে। তবে রাজ্য সরকারের তরফে কোনও ইতিবাচক সাড়া মেলেনি বলেই জুনিয়র ডাক্তারদের দাবি। এমত অবস্থায় এবার জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্যসচিব। জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন ওই চিঠিতে। পাশাপাশি ইমেলে যোগ করা হয়েছে স্টেটাস রিপোর্টও।

ধর্মতলার ধর্নামঞ্চে প্রায় দেড়শো ঘণ্টা ধরে অনশন চালিয়ে যাচ্ছেন ৭জন জুনিয়র ডাক্তার। প্রত্যেকের অবস্থাই উদ্বেগজনক। নমুনা পরীক্ষায় কিটোন বডি পজিটিভ এসেছে। প্রভাব পড়তে শুরু করেছে কিডনিতে। খবর পেয়ে শুক্রবার সকালে ধর্মতলার ধর্নামঞ্চে আসেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। অনশনকারীদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এদিন, অনশন মঞ্চে যান কলকাতা মেডিক্যাল কলেজের বিভাগীয় প্রধান ও অধ্যাপকদের প্রতিনিধিরা। আমরণ অনশন তুলে নেওয়ার আবেদন জানান তাঁরা। শুক্রবারও জুনিয়র ডাক্তারদের সমর্থনে প্রতীকী অনশনে (RG Kar protest) বসেন সিনিয়র চিকিৎসক ও সাধারণ মানুষ। এই আবহে এবার জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহারের আবেদন জানালেন মুখ্যসচিব। নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে ইমেল করেছেন তিনি। রাজ্য সরকারের কাছে স্টেটাস রিপোর্ট চেয়েছিলেন আন্দোলনকারীরা। তার প্রেক্ষিতে স্টেটাস রিপোর্ট অ্যাটাচ করে পাল্টা ইমেল করলেন মুখ্যসচিব।

অন্যদিকে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে, চরম পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আইএমএ বেঙ্গল শাখা। একইসঙ্গে এই পরিস্থিতিতে হস্তক্ষেপের দাবি জানিয়ে, মুখ্যমন্ত্রীকে চিঠি দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। চিঠিতে লেখা হয়েছে, বাংলার জুনিয়র ডাক্তাররা প্রায় এক সপ্তাহ ধরে আমরণ অনশন (RG Kar protest) করছেন। আইএমএ তাঁদের ন্যায্য দাবিগুলি সমর্থন করে। অবিলম্বে আপনার হস্তক্ষেপ প্রয়োজন। রাজ্য সরকার সমস্ত দাবি পূরণে সক্ষম। শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তা কোনও বিলাসিতা নয়, এটা পূর্ব শর্ত। সরকারের প্রধান এবং বয়োজ্যেষ্ঠ হিসেবে আপনাকে বিষয়টি মেটাতে উদ্যোগী হওয়ার আবেদন জানাচ্ছি।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

দেশান্তর

google-add
google-add

স্বাস্থ্য

google-add
google-add